দাবি আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে : স্বপন চেয়ারম্যান

নারায়ণগঞ্জ জেলা প্রাসাদ নির্মাণ শ্রমিক ইউনিয়ন ফতুল্লা থানা (উত্তর) উপকমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে তল্লার আজমেরীবাগ এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন। নারায়ণগঞ্জ জেলা প্রাসাদ নির্মাণ শ্রমিক ইউনিয়ন ফতুল্লা থানা (উত্তর) উপকমিটির সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মাসুম, ফতুল্লা ইউপির সদস্য আব্দুল গফুর, মেহেদী হাসান বাবু, জেলা প্রাসাদ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হায়াৎ আলী শেখ, নারায়ণগঞ্জ জেলা প্রাসাদ নির্মাণ শ্রমিক ইউনিয়ন ফতুল্লা থানা (উত্তর) উপকমিটির সাধারণ সম্পাদক লোকমান হোসেন লুৎফর, যুগ্ম সম্পাদক এস এম মামুন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তফা।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন বলেন, ‘মালিকরা সবসময় শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করেন না। শ্রমিকদের সে কারণে ঐক্যবদ্ধ থাকতে হয়। ঐক্যবদ্ধ থাকলে দাবি আদায়ে সুবিধা হয়। কোনো সমস্যা হলে আমাকে বলবেন আমি সবসময় আপনাদের পাশে থাকবো।’

আরোও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ