ঢাকাবৃহস্পতিবার , ২৪ মার্চ ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

রাজনীতিতে আসার উদ্দেশ্য পূরণ হয়েছে

আবু বকর সিদ্দিক
মার্চ ২৪, ২০২২ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান নিজের রাজনীতে আসার কারণ জানিয়ে বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার পাওয়ার উদ্দেশ্য করে রাস্তায় নেমেছিলাম, রাজনীতি করব। আমাদের রাজনীতিতে আসার উদ্দেশ্য পূরণ হয়েছে। বিচার হয়েছে। তবে এখনো কিছু খুনী বাহিরে আছে। রাজনীতি করতে করতে কিভাবে বিয়াল্লিশ বছর চলে গিয়েছে, বুঝতে পারলাম না। আমাদের চারপাশে শান্তির প্রয়োজন। সকলে মিলে একত্রে থাকলে এলাকার শান্তি বজায় রাখতে পুলিশেরও প্রয়োজন হয় না। নিজের এলাকাকে নিজেরাই শান্তিপূর্ণ করে তোলা যায়। ভালো কাজ করতে ভালো মানুষ প্রয়োজন, খারাপ কাজ করতে খারাপ কাজ লাগে। এজন্য পঞ্চায়েত ভিত্তিক সমাজ ব্যবস্থাকে আমি পছন্দ করি। বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকালে ফতুল্লার কাশিপুর ইউনিয়ন এর সার্বজনীন মিলন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কাশিপুর ইউনিয়ন বড় ইন্ডাস্ট্রিয়াল এলাকা হয়ে গেছে। এখানে এখন এতো চাপ যে, রাস্তায় যানজট তৈরী হয়ে যায়। ফ্লাইওয়ার পাশ করিয়েছি। এখান থেকে যেটা সরাসরি মুন্সিগঞ্জের সাথে সংযুক্ত হবে। এটা প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকার প্রকল্প। এটার টেন্ডার হয়ে গেছে। শীগ্রই কাজ শুরু হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ বাদল, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার শওকত হোসেন, ফতুল্লা ইউপির চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমন রেজা, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজামম সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাসান নিপু প্রমুখ।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।