ঢাকাবৃহস্পতিবার , ৩১ মার্চ ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

রূপসী গার্মেন্টসের শ্রমিকদের বিক্ষোভ লিংক রোডে ৮ কিলোমিটার যানজট

আবু বকর সিদ্দিক
মার্চ ৩১, ২০২২ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বকেয়া বেতনের দাবিতে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় রূপসী গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ করে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন। বৃহস্পতিবার বেলা ১২টা থেকে শ্রমিকদের এই অবরোধের কারণে কারণে নগরীর চাষাঢ়া থেকে সাইনবোর্ড পর্যন্ত ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে প্রায় ৮ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

পরে পুলিশের বেদম লাঠিচার্জে শ্রমিকদের ছত্রভঙ্গ হয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। এদিকে বরাবরের মত এবারও এই শ্রমিক বিক্ষোভ নিয়ে মুখে কুলুপ এঁেট বসেছেন রুপসী গার্মেন্ট এর মালিক কর্তৃপক্ষ। এব্যপারে তারা গণমাধ্যমের সাথে কোন কথাই বলতে রাজি হননি।

রূপসী গার্মেন্টসের শ্রমিকদের বিক্ষোভ লিংক রোডে ৮ কিলোমিটার যানজট

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রূপসী গার্মেন্টসে প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ করেন। তবে কারখানাটি শ্রমিকদের ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন বকেয়া রেখেছে। ৩০ মার্চ শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু বেতন পরিশোধ না করায় শ্রমিকেরা ৩১ মার্চ সকাল ১০টার দিকে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানা থেকে বের হয়ে রাস্তায় নেমে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

বেলা সাড়ে ১১টার দিকে ফতুল্লা থানা-পুলিশ ও শিল্প পুলিশের একটি দল গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। শ্রমিকদের দাবি, আজই তাঁদের বকেয়া বেতন পরিশোধ করতে হবে। অন্যথায় তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে বেলা একটার দিকে রূপসী গার্মেন্টসের সহকারী উপমহাব্যবস্থাপক নাছির উদ্দিন ঘটনাস্থলে এসে ঘোষণা দেন, আগামী সাত দিনের মধ্যে ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে। তবে নাছির উদ্দিনের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন শ্রমিকেরা।

রূপসী গার্মেন্টসের শ্রমিকদের বিক্ষোভ লিংক রোডে ৮ কিলোমিটার যানজট

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশ সমঝোতার জন্য আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলছেন। নারায়ণগঞ্জ শিল্প পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার জানান, কেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। তারা মালিক পক্ষের সাথে কথা বলছেন, বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।