নারায়ণগঞ্জে পবিত্র রমজান মাসে যানজট নিয়ন্ত্রণে নগরীজুড়ে অবৈধ সিএনটি, অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদ ও অবৈধ যানবাহন নগরীতে প্রবেশে নিষেধ করার ৭ দিনের মধ্যে আবারো বসেছে অবৈধ স্ট্যান্ড। এছাড়াও নগরীর ২নং রেইলগেইট, মন্ডলপাড়া সহ একাধিক অবৈধ স্ট্যানড রয়েছে
শনিবার (৯ এপ্রিল) দুপুরে নগরীর চাষাঢ়া মোড়ে সোনালী ব্যাংকের সামনে, বাগে জান্নাত মসজিদের সামনে, ২ নং রেলগেট এলাকা ও চাষাঢ়ায় সান্ত্বনা মার্কেটের সামনে এ স্ট্যান্ড বসতে দেখা যায়।
জানা যায়, পুলিশের ঘোষণা অনুযায়ী গত ৭ দিন কোন ধরনের অবৈধ স্ট্যান্ড শহরে ছিলনা এবং অবৈধ যানবাহন নগরীতে প্রবেশ করতে পারেনি। একই সাথে ফুটপাতে বসতে দেয়া হয়নি কোন হকার। এতে করে নগরবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং গত ৭ দন নগরীতে যানজট নিয়ন্ত্রণে ছিল। রমজানে এতে সময়মত সকলে নিত্যপ্রয়োজনীয় কাজ করতে পেরেছেন।
তবে ৭ দিন পার না হতেই আবারো এভাবে সকল স্থানে সিএনজি স্ট্যান্ড বসায় উদ্বেগ প্রকাশ করেছেন নগরবাসী। পুলিশের ধীরে ধীরে নিস্ক্রিয়তায় আবারো ধীরে ধীরে সড়ক ও ফুটপাত দখল হয়ে যেতে পারে বলে মনে করছেন তারা।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম জানান, আমরা আমাদের পদক্ষেপ নিয়েছি। এটি অব্যাহত থাকবে। কোন অবস্থাতেই এভাবে অবৈধ স্ট্যান্ড কিংবা ফুটপাতে হকার বসতে দেয়া হবেনা। অবশ্যই পদক্ষেপ নিচ্ছি, এখনি পুলিশকে এ ব্যাপারে আবারো নির্দেশনা দেয়া হচ্ছে।
নগরজুড়ে অবৈধ সিএনজি স্ট্যান্ড
সোর্স:নগর প্রতিবেদক
- Advertisement -
- Advertisement -
ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।