মেয়ের ঈদের জামা কেনা হলো না মায়ের

মেয়ে উর্মিকে নিয়ে ঈদের নতুন জামা কেনা-কাটার জন্য বের হয়েছিলেন মা রিনা বেগম (৩৫)। তবে কেনা হলো না মেয়ের জন্য নতুন জামা, বালু বোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় নিহত হলেন তিনি।নারায়ণগঞ্জের রূপগঞ্জে মঙ্গলবার (২৬ এপ্রিল) কাঞ্চন পৌরসভার টেংরারটেক এলাকায় ঘটে এ মর্মান্তিক ঘটনা। নিহত রিনা বেগম হলেন উপজেলার কাঞ্চন পৌরসভার হাটাবো টেকপাড়া এলাকার ইজিবাইক চালক রুস্তম আলীর স্ত্রী।

জানা গেছে, টেংরারটেক এলাকার মেইন রোডের পাশে স্বামী রুস্তম আলীর জন্য অপেক্ষা করতে থাকে মা ও মেয়ে। এমন সময় রাস্তার অপর পাশ থেকে রুস্তম আলীকে আসতে দেখে রাস্তা পার হওয়া শুরু করে মা ও মেয়ে। হটাৎ করে পিছন থেকে একটি বালু বোঝাই ড্রাম ট্রাক এসে ধাক্কা দেয়। রাস্তার দুই পাশে ছিটকে পড়ে যায় মা-মেয়ে। ঘটনাস্থলেই সড়কেই ঝরে পড়ে মা রিনা বেগমের প্রান। গুরুতর আহত হয় মেয়ে ঊর্মি।আহত উর্মিকে তার বাবা দ্রুত উদ্ধার করে স্থানীয় আল রাফি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান।পরে নিহতর লাশ হাইওয়ে পুলিশ উদ্ধার করে তাদের স্বজনদের হাতে তুলে দেন।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ