ফতুল্লায় স্কুলছাত্রী অপহরণ মামলায় গ্রেফতার ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্কুলছাত্রীর (১৪) পরিবারের দেওয়া অপহরণের মামলায় রাকিব হোসেন (২০) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে ফতুল্লার গিরিধারা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেয়া হয়। একই সময় গ্রেফতার করা হয় রাকিবকে।

এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অপহরণের অভিযোগে মামলা দায়ের করেছেন। এই মামলায় গ্রেফতার রাকিব হোসেন ফতুল্লার শান্তিধারার রুমা আক্তারের ভাড়াটিয়া আক্কাস আলীর পুত্র।মামলায় বাদী অভিযোগ করেন, তার কিশোরী কন্যা স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। স্কুলে যাতায়াতের পথে প্রায় সময় তাকে গ্রেফতার রাকিব তাকে উত্যক্ত করতো। চলতি মাসের ১৫ তারিখ রাতে বাদীর মেয়ে বাসা থেকে বের হয়ে বাসার পার্শ্বের একটি দোকানে গেলে রাকিব দু-তিন সহোযোগিকে নিয়ে তাকে অপহরণ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল খান জানান, এ ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছে। অপহরণ মামলায় গ্রেফতার রাকিবকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ