চাষাড়ায় ২ রেস্টুরেন্টকে ভোক্তার অধিদপ্তরের জরিমানা

নারাণগঞ্জে শহরের চাষাড়া বালুর মাঠ এলাকায় টিউলিপ ও ক্রাস স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জ। বৃহস্পতিবার (১২ মে) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, চাষাড়া, বালুরমাঠ এলাকায় ফ্রিজে কাঁচা মাছ-মাংস এর সাথে পচাঁ বাসি রান্না করা খাবার এক সাথে রাখার অপরাধে এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সামগ্রী তৈরীর জন্য টিউলিপ রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা এবং ক্রাস স্টেশনকে ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানাসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে । উক্ত অভিযানে জেলা বাজার কর্মকর্তার প্রতিনিধি, ক্যাবের প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ