ফতুল্লায় দশম শ্রেনীর ছাত্র দ্রুবকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় দশম শ্রেণীর ছাত্র দ্রুবকে কুপিয়ে খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে ফতুল্লার ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের সামনে এঘটনা ঘটে। নিহত দ্রুব (১৫) ওই এলাকার মাদব চন্দ্রের ছেলে। ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানাগেছে, দ্রুব, ইয়াসিন, পিয়াস, রিপন, অন্তরসহ আরোও কয়েকজন ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়েন। তারা সকলেই ঘনিষ্ট বন্ধু। জানাগেছে স্কুল ছুটির পর তারা সকলেই স্কুলের সামনে আড্ডা দেয়। তাদের সাথে কোন বিষয় নিয়ে বিরোধ চলছিলো। তাদের মধ্যে ইয়াসিন (১৬) জানান, পিয়াস তাকেসহ বেশ কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে দ্রুবকে ডেকে স্কুলের কাছে অন্ধকার স্থানে নিয়ে আচমকা ছুরিকাঘাত করে। এসময় সাথে থাকা অন্যরা তাকে এলোপাতারি মারধর করে।

ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) রিজাউল হক দিপু ঢাকা পেষ্টকে জানান, স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় দ্রুবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। এছারাও দ্রুত সময়ের মধ্যে হথ্যাকান্ডের রহস্য উন্মোচন সহ জড়িত অন্নান্যদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ