ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ছুরিকাঘাতে যুবক খুন

নারায়ণগঞ্জের সংযোগ সড়ক ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে জেলা পুলিশ সুপার কার্যালয়ের অদূরে অজ্ঞাত এক যুবক খুন হয়েছে। রোববার (৩১ জুলাই) রাত ৭টায় ওই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ রিজাউল হক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সামনে লিংক রোডে দুর্বৃত্তরা এক যুবককে ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ওই যুবককে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের দাযিত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ছেলেটির নাম পরিচয় জানা যায়নি।

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই যুবক মারা গেছে। নিহতের বুকে একটি ছুরিকাঘাতের জখম রয়েছে বলেও জানান তিনি। এই বিষয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ রিজাউল হক জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে বরে জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহতের নাম পরিচয় জানা যায় নি।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ