নাসিক ২নং ওয়ার্ডে নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রম শুরু

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২নং ওয়ার্ডে নতুন ভোটার করার লক্ষ্যে ছবি তোলা, আঙ্গুলের ছাপ নেয়া এবং নিবন্ধন (ডাটা এন্ট্রি) কার্যক্রম শুরু হয়েছে। ২নং ওয়ার্ডের নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রম উদ্ধোধন করেন নাসিক ২নং ওর্য়াড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন।শনিবার (৬ আগষ্ট) সকাল ৯ টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রম শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়।

উদ্ধোধনকালে কাউন্সিলর ইকবাল হোসেন বলেন, ভোটার হওয়ার যোগ্য নাগরিকদের তথ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হয়েছে। যেসব নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে তাদের নির্ধারিত তারিখে নিবন্ধন কেন্দ্রে গিয়ে ছবি তুলে ও আঙ্গুলের ছাপ দিয়ে ভোটার হতে হবে। কার্যক্রমের বিষয়ে কাউন্সিলর সচিব মাস্টার মহিউদ্দিন জানান, শনিবার প্রথম দিন মহিলা, মিজমিজ পশ্চিমপাড়া, পাইনাদী পশ্চিম, কান্দাপাড়া, মিজমিজি সাহেবপাড়া এলাকার নতুন ভোটারদের ছবি তোলা হয়েছে। রবিবার একই এলাকার পুরুষ ভোটারদের ছবি তোলা হবে।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ