ঢাকাবুধবার , ২৪ আগস্ট ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভূক্ত আসামীদের ছবি তুলতে সাংবাদিকদের বাধা

আবু বকর সিদ্দিক
আগস্ট ২৪, ২০২২ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

সিদ্ধিরগঞ্জে পুলিশের দায়ের করা মামলায় ওয়ারেন্টভুক্ত নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতির পাঁচ অনুসারীকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এসময় গ্রেপ্তারকৃত আসামীদের ছবি সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের বাধা দেন মতির আরেক ঘনিষ্ট সহযোগী আশরাফ উদ্দিন ওরফে আশরাফসহ বেশ কয়েকজন। গত মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক জয়নুল আবেদীনের নেতৃত্বে পুলিশের একটি টিম সিদ্ধিরগঞ্জের এসো মন্ডলপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলো- এসও বার্মাস্ট্যান্ড এলাকার মৃত: সাইজুদ্দিনের ছেলে মো. ফারুক হোসেন (৪০), মো. সিদ্দিক ভুইঁয়ার ছেলে মো: ইয়ার হোসেন ভুঁইয়া (৫০), মৃত: আমির আলী মন্ডলের ছেলে মো. মতিউর রহমান মন্ডল (৬৫), হোসেন সরদারের ছেলে মো. সিব্বির হোসেন (৪২) ও মৃত: আ: মান্নানের ছেলে মো. জসিম উদ্দিন (৩০)।

জানা যায়, সরকারি কাজে বাধা প্রদানের ঘটনায় গত বছর পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একটি মামলা (মামলা নং-১৪) দায়ের করেন। উক্ত মামলায় ওয়ারেন্ট থাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।এদিকে নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির পাঁচ অনুসারীকে গ্রেপ্তারের পর থেকেই মতির আরেক ঘনিষ্ট সহযোগী আশরাফ উদ্দিন ওরফে আশরাফকে থানায় দৌড়ঝাঁপ করতে দেখা যায়। এমনকি গ্রেপ্তারকৃতদের ছবি সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের বাধা দেন আশরাফসহ তার বেশ কয়েকজন সহযোগী।

নাম প্রকাশে অনিচ্ছুক সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একজন কর্মকর্তা জানান, আসামীদের গ্রেপ্তারের পর থেকেই তিনি (আশরাফ) তদবির করতে থানায় চলে আসেন। তিনি নিজেকে একটি পত্রিকার প্রকাশক দাবী করেন। পুলিশের ওই সদস্য আরও জানান, একজন পত্রিকার প্রকাশক যদি অপরাধীদের পক্ষে থানায় এসে তদবির করেন তাহলে সমাজে অপরাধীদের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাবে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান পিপিএম বার বলেন, গ্রেপ্তার সকলেই পুলিশের দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। বুধবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। তবে তদবিরের বিষয়টি জানতে চাইলে ওসি বলেন, অপরাধীদের পক্ষ হয়ে যে তদবির করতে আসবে তাকেও আটক করা হবে। আমাদের কাছে অপরাধীদের কোন স্থান নেই। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।