ঋণের টাকা জন্য পাগলা নয়ামাটি ভাবিরবাজার এলাকায় ফিউচার লাইফ সমবায় সমিতির মালিক ও তার ছেলে বিরুদ্ধে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভুক্তভোগী পাগলা নাক কাটার বাড়ি এলাকার পতাকি চন্দ্র দাসের ছেলে সুকেস চন্দ্র দাস ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, ৮ মাস পুর্বে পাগলা নয়ামাটি ভাবিরবাজার এলাকায় ফিউচার লাইফ সমবায় সমিতির মালিক মিলনের কাছ থেকে ২৫ হাজার টাকা ঋণগ্রহন করি। বিভিন্ন সময়ে আমি বিবাদীকে ১৩ হাজার টাকা পরিশোধ করার পর ৩ মাসে ৩ কিস্তি বাবদ আরও ২৩ হাজার টাকা দাবী করে মিলন। বিবাদীরা আমার নিকট পুনরায় ২৩ হাজার টাকা দাবী করিতে থাকে। উক্ত টাকা দাবী করিয়া পুনরায় আমার নিকট হইতে বিভিন্ন তারিখ ও সময়ে কিস্তির মাধ্যমে ১৪ হাজার টাকা প্রহণ করে। দুই ধাপে বিবাদীকে আমি ২৭ হাজার টাকা পরিশোধ করি।বিবাদী আমাকে আরো কিস্তির টাকার জন্য চাপ দিলে গত ২১ সেপ্টেম্বর বিকাল ৫টায় ৩ কিস্তির ৬শত টাকা নিয়া: বিবাদীর কিস্তির অফিসে গেলে বিবাদী আমার নিকট আরো ১০ হাজার টাকা দাবী করিয়া আমাকে চরমভাবে মারপিট করিতে থাকে। বিবাদীদ্বয় আমাকে তাহার কিস্তির অফিসে আটক করিয়া ১নং বিবাদী লোহার পাইপ এবং ২নং বিবাদী লোহার রড দিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক নীলাফোলা জখম করে। আমি বিবাদীদের আঘাতে একপর্যায়ে অজ্ঞান হইয়া পড়ি। এরপর পুনরায় সন্ধ্যা ৭টায় বিবাদীদ্বয় পুনরায় আমাকে লোহার রড ও পাইপ দিয়া মারপিট করিতে থাকে। বিবাদীরা আমাকে চরমভাবে মারপিট করিয়া ঐদিন রাত আনুমানিক ১০টায় ছেড়ে দেয়। পরবর্তীতে আমার পরিবারের লোকজন আমাকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করায়।এ বিষয়ে ফিউচার লাইফ সমবায় সমিতির মালিক মো: মিলন এর মুঠোফোনে জানতে চাইলে তিনি ফোকাস নিউজ এজেন্সী’কে বলেন, ভাই এ বিষয়টি ফতুল্লা থানা আওয়ামী লীগের এক নেতা জানেন। তিনি সমাধান করে দেবেন। থানায় অভিযোগ হয়েছে আওয়ামী লীগ নেতা কি করবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভাই সে আমার বড়ভাই। এ বিষয়ে আপনি নিউজ লেইখেন না। আমি আপনার সাথে দেখা করবো।
ফতুল্লায় ঋণের টাকা জন্য গ্রাহককে মারধরের অভিযোগ
সোর্স:নিজস্ব প্রতিবেদক, ফতুল্লা
- Advertisement -
ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।