নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পুত্র ও জেড.এন.আইটি সলিউশন এর কর্ণধার, অয়ন ওসমানের দ্রুত সুস্থতা কামনায় কোরআন খতম সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বাদ আসর চাষারা রেল গেট জামে মসজিদে ইন্টারনেট ব্যবসায়ীদের উদ্যোগে মসজিদ ও এতিমখানা মাদ্রাসায় মিলাদ ও খতম সম্পন্ন করা হয়। এসময় দোয়ায় নারায়ণগঞ্জের ইন্টারনেট ব্যাবসায়ী বৃন্দ, উপস্থিত মুসল্লী বৃন্দ ও এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর রাজধানী ঢাকার একটি হাসপাতালে দীর্ঘ প্রায় ৫ ঘন্টা ব্যাপি অস্ত্রোপচার (সার্জারি) করা অয়ন ওসমানের। তার জন্য পরিবারের পক্ষ থেকে দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
অয়ন ওসমানের জন্য ইন্টারনেট ব্যবসায়ীদের উদ্যোগে দোয়া
সোর্স:নগর প্রতিবেদক
- Advertisement -
ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।