ঢাকাশুক্রবার , ১১ নভেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে বাস শূন্যতায় অবর্ননীয় যাত্রী দুর্ভোগ

আবু বকর সিদ্দিক
নভেম্বর ১১, ২০২২ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

শুক্রবার ভোর থেকে দুপুর অবধি ঢাকা-নারায়ণগঞ্জ রুটের প্রায় ৪ শতাধিক বেসরকারী যাত্রীবাহী বাস হঠাৎ করেই উধাও হয়ে গেছে। ফলে একমাত্র ভরসা সরকারী বিআরটিসি বাস সার্ভিস আর ট্রেনে উপচে পড়া ভীড় থাকলেও অবর্নণীয় দুর্ভোগে পরতে হয়েছে হাজার হাজার যাত্রীকে। জানা গেছে, সাপ্তাহিক ছুটির দিন হলেও সারা দিনে এই রুটে চলাচল করেন প্রায় অর্ধলক্ষ্য যাত্রী। হঠাৎ করেই এত যাত্রীবাহী বাস না থাকার কারণ অনুসন্ধানে জানা গেছে, যুবলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকির মহাসমাবেশে যোগ দিতে স্থানীয় এমপি শামীম ওসমান অনুসারীরা এই বাস যোগে সেখানে যোগ দিয়েছেন। সরেজমিনে শুক্রবার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত নগরীর ২নং রেইল গেইট এলাকা, চাষাড়া, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় গিয়ে দেখা গেছে যাত্রীদের অন্তহীন দুর্ভোগ। নগরীর ১নং রেইল গেইটের কেন্দ্রীয় বাস টার্মিনাল ও ২নং রেইল গেইট এলাকায় গিয়ে দেখা গেছে , যেখানে প্রতিদিন থাকে যাত্রীবাহী বাসের লাইন আর যাত্রীদের কোলাহল, সেখানে যেন অনেকটাই যেন বিরাজ করছিল ‘হরতাল’ এর পরিবেশ। অনেক যাত্রী এসে বাস না পেয়ে বাসায় ফেরত যাচ্ছেন অনেকে উপায়অন্ত না পেয়ে খোঁজ করছিলেন সিএনজি কিংবা অন্য কোন বাহন। এসময় যাত্রীরা ক্ষোভ জানিয়ে বলেন, যুবলীগের সভায় যোগ দিতে সব বাস নিয়ে সরকারীদলের নেতাকর্মীরা নাকি ঢাকায় গেছেন। এখন আমাদের হয়েছে ত্রাহি অবস্থা। রহিম শেখ নামে এক ব্যবসায়ী জানান, আজ শুক্রবার চুটির দিনে স্ত্রী সন্তানদের নিয়ে ঢাকায় যাবো আত্মীয়র বাসায়। সিএনজির ভাড়া যেখানে ৫০০টাকা সেখানে বাস থাকায় ৮০০টাকা হাকাচ্ছে। ট্রেনে যেতে চাইলাম কিন্তু দেখলাম ট্রেনে চড়েও শত শত সরকারী দলের কর্মীতে ভরপুর। জনগনের কথা সরকারী দলের লোকজনই যদি না ভাবে তাহলে আর বিরোধীদলকে দোষ দিয়ে লাভ কি। ফতুল্লার লঞ্চঘাট এলাকায় গিয়ে যাত্রীদের সাথে আলাপ করলে তারা জানান, ফতুল্লায় বাস না পেয়ে গিয়েছিলাম শহরের দিকে। সেখানেও বাস নেই। এভাবে আমাদের কষ্ট দেয়ার কোন মানে হয়কি? সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে গিয়ে দেখা গেছে আরো বেশী করুন চিত্র। দূর পাল্লার বাসের যাত্রীরা নারায়ণগঞ্জসহ রাজধানীতে যেতে এখানে নেমে যেন রীতিমত ভুল করেছেন। তারা জানান, আগে যদি জানতাম এই পরিস্থিতি হবে, তাহলে আজ এখানে আসতামই না।এদিকে এব্যপারে নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস ও দূর পাল্লার বাস মালিক সমিতির সভাপতি দিদারুল আলম জানান, স্থানীয় এমপি শামীম ওসমান নিজে আমাদের মালিক সমিতির অফিসে এসেছিলেন। তিনি ৫শ বাশ চেয়েছিলেন কিন্তু আমরা ৪শ’র মত বাস উনাকে দিতে পেরেছি। তিনি তার কর্মীদের শুধু ঢাকায় নামিয়ে দিয়ে সাথে সাথেই বাস ফেরত আসা-যাওয়ার পূর্ণ ভাড়া গত ৯তারিখেই পরিশোধ করে দিয়েছেন। পাশাপাশি পরিবহন শ্রকিদের জন্য পৃথক সম্মানির ব্যবস্থাও করেছেন। অপরদিকে যাত্রীদের দুর্ভোগ এর বিষয়টি জানতে চাইলে হিমাচল পরিবহনের চেয়ারম্যান ও শীতল পরিবহনের পরিচালক ইব্রাহীম চেঙ্গিস জানান, সাপ্তাহিক ছুটির দিনে যাত্রীদের চাপ খুব একটা থাকেনা। তথাপি আমরা শুধু সকালে সরকারীদলের কর্মীদের ঢাকায় নামিয়ে দিয়ে আবার নারায়ণগঞ্জ ফেরত এসেছি। সে হিসেবে সকাল ১০টা থেকেই বাস নারায়ণগঞ্জে ফেরত আসা শুরু হয়েছে কিন্তু পথিমধ্যে যানজট থাকায় একটু বিলম্ব হয়েছে। কারণ সারা দেশ থেকেই সমাবেশের জন্য বাস-ট্রাকসহ বিভিন্ন পরিবহন রাজধানীতে প্রবেশ করেছে। ইব্রাহীম চেঙ্গিস বলেন, এমপি শামীম ওসমান সকল পরিবহন সমিতির সাথে বৈঠক করে আমাদের দাবীকৃত ন্যায্য ভাড়া নগদ পরিশোধ করেই বাস নিয়েছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।