ঢাকামঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

আইভীর বক্তব্য আর বিএনপির কৌশল কি এক সূতোয় গাঁথা ?

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
জুলাই ১৮, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

জয় বাংলা শ্লোগান আওয়ামীলীগ কুক্ষিগত করে রেখেছিল। এই শ্লোগান আমজনতার এবং এই শ্লোগান দিয়ে একদম মাঠে নেমে যাবেন’- রাজধানীর সাভারে নাসিক মেয়র আইভীর একটি অনুষ্ঠানে এমন বক্তব্যের ২ দিন পরই ফল মিললো স্বরাষ্ট্র মন্ত্রীর দেয়া এক তথ্যে। হিরো আলমের উপর হামলা ও বিএনপির পদযাত্রা নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিএনপির যত বড় বড় মিছিল আসছে, তারা জয়বাংলা শ্লোগান দিয়ে জয় বাংলার ব্যানার লাগিয়ে আসছে। আরো কিছু শুনতে চান? তারা বিভিন্ন জায়গা থেকে জয় বাংলা শ্লোগান দিয়েই আসছে। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী পাল্টা প্রশ্ন করে বলেন, জয় বাংলা শ্লোগান দিয়ে ওখানে গেলেই কি জয় বাংলার লোক ওখানে গিয়েছে? আমরা ইতিমধ্যেই ৮জনকে গ্রেফতার করেছি। অপেক্ষা করুন, তারা কারা সব জানতে পারবেন। এদিকে মেয়র আইভীর এমন বক্তব্য আর স্বরাষ্ট্র মন্ত্রীর দেয়া তথ্যকে এক সুতোয় গাঁথা বলে মন্তব্য করছেন সুশীল ও বোদ্ধা সমাজের মানুষ। তারা বলছেন, বিএনপির এই জয় বাংলা শ্লোগান দিয়ে ঢাকায় আসার কৌশল এবারই প্রথম শোনা গেল। আ তার ঠিক ২দিন আগে মেয়র আইভীর এমন বক্তব্যকে সন্দেহের উদ্রেক ঘটাচ্ছে যা উড়িয়ে দেয়া যায়না। এর আগেও মেয়র আইভী বলেছিলেন জয় বাংলা শ্লোগানকে আওয়ামীলীগ কুক্ষিগত করে রেখেছে। এছাড়াও তিনি বলেছিলেন, ‘দুই নেত্রী দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে (৬ডিসেম্বর, ২০১০)’।‘ বর্তমান সরকার খুনীদেও পৃষ্ঠপোষক (২ মে ২০১৩)’। গদি আকড়ে রাখতে বারবার সংবিধান ক্ষত বিক্ষত করা হচ্ছে (ইত্তেফাকে প্রকাশিত)। আর এধরণের কথা মেয়র আইভী তখনই বলেন যখন দেশে সরকার পরিবর্তনের বাতাস বইতে শুরু করে বা তৃতীয় পক্ষ নিয়ে বিদেশী শক্তির ষড়যন্ত্র শুরু হয়। তাই বিষয়টি নিয়ে সরকারের উপরের মহলকে অবশ্যই শুধু ভেবে দেখাই নয়, প্রয়োজনে জবাবদিহিতায় আনা উচিত।
উল্লেখ্য, শনিবার (১৫ জুলাই) বিকেলে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচ অডিটোরিয়ামে নারীপক্ষ সংগঠনের ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সম্মেলনের সমাপনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী। নিজের বক্তব্যে মেয়র আইভী বলেন, ‘জয় বাংলা বলতে দ্বিধা করবেন না, জয় বাংলা রণাঙ্গনের স্লোগান’ উল্লেখ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, জয় বাংলা আওয়ামী লীগের একক সম্পত্তি নয়। আওয়ামী লীগ কুক্ষিগত করে রেখেছিল জয় বাংলাকে। মেয়র আইভী বলেন, জয় বাংলা সকলের। কৃষক মজুরের ¯ে¬াগান, আমজনতার স্লোগান। আপনার, আমার মতো নারীদের স্লোগান। যেই স্লোগান দিয়ে ওই সময় সাহস যোগাত। সেই স্লোগান দিয়ে একদম মাঠে নেমে যাবেন। এটা আমাদের সকলের স্লোগান। এটা শুধু আওয়ামী লীগের স্লোগান নয়। দয়া করে এইটা মাথার মধ্যে রাখবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. নায়লা জামান খান, নারীবাদী গবেষক আফরোজা সোমা, ব্যারিস্টার রাশনা ঈমাম। উপস্থিত ছিলেন নারীপক্ষের প্রতিষ্ঠাতা শিরিন হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারীপক্ষের সভাপ্রধান ড. ফিরদৌস আজীম।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।