ঢাকাবৃহস্পতিবার , ১ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

বন্দরে নাসিকের মশা নিধক কর্র্মীকে পিটিয়ে আহত 

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ১, ২০২২ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

বন্দরে নাসিকের মশা নিধক কর্র্মীকে পিটিয়ে আহত নিজস্ব প্রতিবেদক, বন্দর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মশা নিধক কর্মী সুমনকে চুরির অপবাদ দিয়ে বাসা থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে প্রায় ২ ঘণ্টা বেধড়ক মারপিট ও নির্যাতন করার অভিযোগ উঠেছে। গত বুধবার বিকেলে বন্দর ছালেহনগড় এলাকায় এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে নাসিক ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শাহীন মিয়া মশা নিধক কর্মী সুমনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান। এঘটনায় সুমন বাদি হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানা সুত্রে জানাগেছে, মশা নিধক কর্মী সুমন ছালেহনগর এলাকায় প্রতিদিনের মত মশার ঔষধ দিয়ে বাড়ি চলে যান। বিকেলে ছালেহনগড় এলাকার এবাদুল্লাহ মিয়ার ছেলে পিয়েল চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে বিদ্যুৎ এর খুটির সাথে বেঁধে সবার সামনে মারপিট করে। বিকেল ৫টা থেকে রাত ৭টা পর্যন্ত তার উপর চলে অমানুষিক এ নির্যাতন, এসময় স্থানীয় কাউন্সিলর শাহিন মিয়া সংবাদ পেয়ে ঘটনাস্থাল থেকে উদ্ধার করে বন্দর স্বস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য পাঠান।বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, থানায় অভিযোগ নেওয়া হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।