ঢাকাবৃহস্পতিবার , ১ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

হার্ট সেন্টারের জন্যমন্ত্রীর কাছে শামীম ওসমানের হাতজোড়

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ১, ২০২২ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

হার্ট সেন্টারের জন্যমন্ত্রীর কাছে শামীম ওসমানের হাতজোড়নিউজ নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ শহরের পুরাতন কোর্ট এলাকাতে জুডিশিয়াল ভবনটিকে হার্ট ইন্সটিটিউটে রূপান্তরিত করার জন্য আইনমন্ত্রী আনিসুল হকের কাছে হাতজোড় করে অনুরোধ করলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান বার ভবন উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ কথা বলেন। এসময় শামীম ওসমান আইনমন্ত্রী আনিসুল হকের উদ্দেশ্যে আরো বলেন, ৬ বছর ধরে ওইখানে সুন্দর একটি ভবন পড়ে আছে। আজ আমি আমার বড় ভাইয়ের কাছে, ওনার ছোট ভাইয়ের বন্ধু হিসেবে, জাতির পিতা কন্যার শেখ হাসিনার একজন প্রিয় মানুষ হিসেবে আমি হাতজোড় করে ভিক্ষা চাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমার ভিক্ষা তিনি কবুল না করবেন আমি আমার হাতজোড় ছাড়বো না। আমি একটা কথাই বলেছি নারায়ণগঞ্জে হার্টের কোনো চিকিৎসা ব্যবস্থা নাই। নারায়ণগঞ্জ ক্লাবের পাশেই এটি অবস্থিত। আমি বিশ্বাস করি এখন যদি আমার বড় ভাই আমার মায়ের কাছে বলে আপা এই বিষয়টা করতে হবে। এটাকে হার্ট ইনস্টিটিউড করা হোক এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসার নামে এটি হোক। আর আপনি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পারমিশন নিয়ে দেন। তাহলে আমার নারায়ণগঞ্জের মানুষ একটা হার্ট ইন্সটিটিউট পাবেন। নারায়ণগঞ্জে এই মুহূর্তে যদি আল্লাহ না করুক কেউ যদি হৃদরোগে আক্রান্ত হয় তাহলে কি যে হবে। আমাদের এখানে কোনো হার্টের চিকিৎসা নেই এবং তাদের যাওয়ার কোনো পথ নাই। যতক্ষণ পর্যন্ত আপনার ভাই আমার মন্ত্রী মহোদয় আমার বড় ভাই যাকে আমি অন্তর থেকে ভালোবাসি আল্লাহর নামে শপথ দিয়ে বলতে চাই অন্তর দিয়ে ভালোবাসি। সে ভাই যতক্ষণ পর্যন্ত আমার হাতদুটি খুলে না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি হাতজোড় করে এখানে দাঁড়িয়ে থাকবো। এসময় আনিসুল হক তাকে হাত ছুটাতে বললে শামীম ওসমান বলেন আগে আপনার কথা দিতে হবে। এসময় তিনি হাত ছুটিয়ে দিলে শামীম ওসমান বলে উঠেন, তিনি যেহেতু আমার হাত ছুটিয়ে দিয়েছেন। তার মানে আমাদের এখানে হার্ট ইনস্টিটিউড হবে। শামীম ওসমানের অনুরোধের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আপনাদের কাছে যে কথা শুনে গেলাম আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এই কথা অবশ্যই বলবো। আমি আপনাদের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো। এসময় শামীম ওসমান আবার তাকে এ কথা বলতে বললে তিনি বলেন, আমি একবারই কথা বলি। যখন আমি বলি চেষ্টা করবো তার মানে অবশ্যই করবো। শামীম ওসমান আমাকে এক কথা দুইবার বলাচ্ছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।