ঢাকাসোমবার , ৫ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন

সিদ্ধিরগঞ্জে ৪ হাজার ইয়াবাসহ আটক -১

আবু বকর
ডিসেম্বর ৫, ২০২২ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৪ হাজার ৫১টি ইয়াবাসহ হিরো মন্ডল (৪০) নামে ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১০। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ১৫ হাজার ৩০০ টাকা।রোববার (৪ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন গণমাধ্যমকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। সে বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।