ঢাকাশুক্রবার , ৯ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

ই-নামজারিতে বিলম্ব ব্যাখ্যা চেয়ে না.গঞ্জ ডিসিকে ভূমি মন্ত্রণালয়ের চিঠি

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ৯, ২০২২ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ই-নামজারিতে বিলম্বব্যাখ্যা চেয়ে না.গঞ্জ ডিসিকে ভূমি মন্ত্রণালয়ের চিঠি লাইভ নারায়ণগঞ্জ: জনভোগান্তি কমাতে অনলাইনে ভূমির নামজারি বা ই-নামজারি চালু করেছে সরকার। সেখানেও সময় ক্ষেপন করায় ব্যাখ্যা জানতে চেয়ে গত ৬ ডিসেম্বরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে ( ডিসি) চিঠি দিয়েছে ভূমি মন্ত্রণালয়। ই-নামজারির আবেদন ২৮ দিনে নিষ্পত্তি করার বিধান করা হয়েছে। চিঠি পর্যালোচনা করে দেখা গেছে, নারায়ণগঞ্জের সদর উপজেলায় ই-নামজারি নিষ্পত্তির গত সময় ৪০ দিন, সিদ্ধিরগঞ্জ সার্কেলে ৩৩ দিন, আড়াইহাজারে ৩২ দিন, রূপগঞ্জে ৩৭ দিন, বন্দরে ৩২ দিন এবং সোনারগাঁ উপজেলায় গড়ে ৩২ দিন সময় লেগেছে। নারায়ণগঞ্জ ডিসিকে গত ৬ ডিসেম্বর পাঠানো চিঠিতে বলা হয়েছে, ই-নামজারি আবেদন ২৮ দিনের মধ্যে নিষ্পন্ন করার বিধান থাকলেও গত ৪ ডিসেম্বর ই-মিউটেশন মনিটরিং ড্যাশবোর্ড পর্যালোচনায় দেখা যায়, ই-নামজারি মামলার গড় নিষ্পত্তির সময় ২৮ দিনের বেশি। এমন অবস্থায় ২৮ দিনের বেশি সময় ধরে ই-নামজারি মামলা অনিষ্পন্ন থাকার কারণ জানানোর জন্য সংশ্লিষ্ট ডিসিদের অনুরোধ জানানো হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদনও চেয়েছে ভূমি মন্ত্রণালয়। 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।