৭ কোটি টাকা পাচ্ছে বিকেএমইএ‘র সদস্য ভুক্ত কারখানার শ্রমিকরা

৬ কোটি ৮১ লাখ ১৫ হাজার টাকা সহযোগীতা পাচ্ছে বিকেএমইএ‘র সদস্য ভুক্ত কারখানার শ্রমিকরা। এর মধ্যে মৃত ও আহত শ্রমিকদের পরিবার রয়েছে। রয়েছে শ্রমিকদের মেধাবী সন্তানের শিক্ষাবৃত্তির টাকা। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে বিকেএমইএ‘র সদস্য ভুক্ত শতভাগ রপ্তানী মুখী শিল্প কারখানার শ্রমিকরা এই সুবিধার আওতায় আসছে। বিকেএমইএ‘র দেওয়া তথ্য বলছে, সাধারণ ভাবে মৃত্যু বরণকারী ২১৪, দুর্টনায় মৃত্যু হওয়া ২৫ ও অক্ষমতাজনিত কারণে ২ জন মিলিয়ে ২৪১ জনের পরিবারকে ৪ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হবে। ৬৫৬ জন শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সহায়তা প্রদান বাবদ ১ কোটি ৮৮ লাখ ২৫ হাজার টাকা দেওয়া হবে। এছাড়া শ্রমিকদের মেধাবী ৬২ জন সন্তানকে ১২ লাখ ৪০ হাজার টাকা চিকিৎসা প্রদান করা হবে। মোট ৬ কোটি ৮১ লাখ ১৫ হাজার টাকা সহযোগীতা পাচ্ছে । শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মান্নুজান সুফিয়ান জানান, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী অসহায় শ্রমিকদের কল্যাণে বছর শেষে প্রতিষ্ঠানের মুনাফার নির্দিষ্ট অংশ থেকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা হয়। সেই অর্থ দিয়ে এই সহযোগীতা।

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ