ঢাকাবুধবার , ৪ জানুয়ারি ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আবু বকর সিদ্দিক
জানুয়ারি ৪, ২০২৩ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

শহরে রেলওয়ের অভিযান, ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ  নারায়ণগঞ্জ শহরে রেল কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানে পাঁচ শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শহরের ২ নং রেলগেইট থেকে গলাচিপা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় রেললাইনের দুই পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনাগুলো ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর কেউ কেউ আবার দোকানপাট সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। আর এ উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বিপুল পরিমাণ লোকজন জড়ো হয় রেললাইনের দুইপাশে।অভিযানে  নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিভিশনাল এস্টেট অফিসার মো. সফি উল্লাহ এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানম।রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ বলেন, নারায়ণগঞ্জের ২ নং রেলগেইট থেকে গলাচিপা পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এখানে রেলওয়ের ডাবল লাইন প্রকল্পের মালামাল রাখার কার্যক্রম পরিচালনা করা হবে। তাই রেলওয়ের আওতাধীন সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। অবৈধভাবে গড়ে উঠা কোনো স্থাপনাকেই ছাড় দেওয়া হবে না।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।