ঢাকারবিবার , ৮ জানুয়ারি ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগের কাউন্সিলকে ঘিরে সরব ৪ প্রার্থী

আবু বকর সিদ্দিক
জানুয়ারি ৮, ২০২৩ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

বন্দর ইউনিয়নে আওয়ামী লীগের কাউন্সিলকে ঘিরে সরব ৪ প্রার্থী    নিজস্ব প্রতিবেদক, বন্দর বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে বন্দর ইউনিয়নটি সব সময়ই ক্ষমতাশীণ দল আওয়ামী লীগের একটি দূর্বল দূর্গ। এই ইউনিয়নটিতে বিএনপি ও জামায়াত ইসলামের ঘাটি বলে গুঞ্জন রয়েছে। আ’লীগের তেমন সক্রীয়তা নেই বললেই চলে। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কখনো আওয়ামী লীগের প্রার্থী জয়ী হতে পারে নাই। আসন্ন আওয়ামী লীগের কাউন্সিলকে ঘিরে এবার বন্দর ইউনিয়নে আওয়ামী লীগের শক্ত অবস্থান তৈরী করতে নেতাকর্মীরা কাজ করছে। এবার এ ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক পদপ্রার্থীরা যার যার অবস্থান থেকে পছন্দমত পদ বাগিয়ে নিতে খুব জোরেসোরেই লবিং শুরু করে দিয়েছে। বন্দর মুছাপুর ইউনিয়নে কাউন্সিল হওয়ার পর পরই বিভিন্ন ইউনিয়ন গুলোতে খুব দ্রুত কাউন্সিল ঘোষনা হবে বলে শীর্ষ নেতৃবৃন্দ জানিয়েছেন। এদের মধ্যে বন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে প্রার্থীতা ঘোষনা করেছেন বর্তমান সেক্রেটারী জাকির হোসেন পনির ও অপরদিকে একই পদে প্রতিদ্বন্দী প্রার্থী ব্যবসায়ী নুরুজ্জামান, সাধারন সম্পাদক পদে রয়েছেন বন্দর থানা যুবলীগের দপ্তর বিষয়ক সম্পাদক এ্যাড. তাজুল ইসলাম ও একই পদে প্রতিদ্বন্দী প্রার্থী বন্দর উপজেলা আওয়ামী লীগের সদস্য এ্যাড.জাহাঙ্গীর আলম।  জানাগেছে,বন্দর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রার্থী নুরুজ্জামান বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে ছাত্রজীবনে ছাত্রলীগ করেছেন। ওনি ছোটকাল থেকেই আওয়ামী লীগ মতাদর্শে বেড়ে উঠেছেন। আ’লীগের বিভিন্ন কর্মসূচিতে তার উপস্থিতি ছিল সরব। বিগত সময়ে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়ে প্রচারনায় মাঠ অনেকটা নিজের কবজায় থাকলেও পরে তাকে দলের স্বার্থে নিজের অবস্থান থেকে সরে যেতে হয়। বর্তমানে তিনি বন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হয়েছেন। দল থেকে দায়িত্ব পেলে বন্দর ইউনিয়নকে সুশৃঙ্খলভাবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগের দূর্গ হিসেবে গড়ে তুলবেন বলে তিনি জানিয়েছেন।অপরদিকে জাকির হোসেন পনির এ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে প্রায় দেড় যুগ গত হলেও দলের প্রতি অভিমানে নিজ দায়িত্ব পালনে অনেকটা দূরে ছিলেন বলে একাধিক নেতাকর্মী জানান। দেড় যুগেও সংগঠনের কোন গতিশীলতা বা কর্মী সৃষ্টি করতে পারেননি। বর্তমানে তিনি বন্দর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হয়েছেন।   এদিকে বন্দর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়েছেন বন্দর থানা যুবলীগের দপ্তর বিষয়ক সম্পাদক এ্যাড.তাজুল ইসলাম। তিনি ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। পেশায় তিনি আইজীবী। পেশাগত দিক থেকে নারনায়ণগঞ্জে তার বেশ সুনাম রয়েছে। তিনি বিগত সময় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি নারায়ণগঞ্জ জজকোর্টে এপিপির দায়িত্ব পালনও করেন। আওয়ামী লীগের প্রতিটি দলীয় কর্মসূচিতে তিনি ওতপ্রোতভাবে অংশগ্রহন করেন। বর্তমানে তিনি বন্দর ইউনিয়ন আ’লীগের  সাধারন সম্পাদক প্রার্থী।অন্যদিকে বন্দর ইউনিয়ন আওয়ামীলীগের প্রয়াত সভাপতি শহিদুল্লাহ (ভাইস) এর ছেলে এ্যাড. জাহাঙ্গীর আলম বন্দর ইউনিয়নে সাধারন সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়েছেন। তার পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তিনি বিগত সময়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। পরে বন্দর উপজেলা আওয়ামী লীগের সদস্য হন। দলীয় কর্মসূচিতে এ্যাড. জাহাঙ্গীর সব সময় উপস্থিত থেকে শীর্ষ নেতাদের নজর কেড়েছেন। বন্দর ইউনিয়নে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের কর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরন করে পূণরায় আলোচনায় আসেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।