ঢাকাশুক্রবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

ফতুল্লায় চাঁদা আদায়ের অভিযোগে যুবক গ্রেফতার

আবু বকর সিদ্দিক
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ফতুল্লা অটোরিক্সা থেকে চাঁদা আদায়ের অভিযোগে মোঃ রাজু(৩৫) নামক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পঞ্চবটী বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।এর আগে, বৃহস্পতিবার রাতে ফতুল্লা মডেল থানার আলীগঞ্জের মোঃ রানা(২৬) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় চাঁদাবাজী মামলা দায়ের করেন।মামলায় উল্লেখ্য করা হয় যে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পঞ্চবটী রোড এলাকায় প্রতিটি অটোরিক্সা থেকে ৩০ টাকা করে চাঁদা আদায় করে আসছিলো। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে এবং বিকেল চারটার দিকপ বাদী তার অটোরিক্সা নিয়ে পঞ্চবটী বাসস্ট্যান্ড এলাকায় গেলে অটোরিক্সা চাঁদা বাবদ জোড় করে একশত করে মোট দুইশত টাকা নিয়ে যায়।পরবর্তীতে সন্ধ্যা অনুমান ৬ টার সময় পঞ্চবটি বাসস্ট্যান্ড এলাকায় পুনরায় টিপ মারার জন্য গেলে অভিযুক্ত আসামীরা বাদীর নিকট থেকে ১ শত টাকা দাবী করে। বাদী টাকা প্রদানে অস্বীকার করলে অভিযুক্তরা তাকে মারধর করে সাথে থাকা ৯ শত ৭০ টাকা জোড় পূর্বক ছিনিয়ে নিয়ে যায়।এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক রেজাউল করিম জানায়, মামলা হয়েছে। মামলার এজাহারনামীয় আসামী রাজু কে শুক্রবার ভোর সকালে পঞ্চবটী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।