ঢাকাসোমবার , ৬ মার্চ ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

হত্যা মামলায় আদালতে জাকির খান

আবু বকর সিদ্দিক
মার্চ ৬, ২০২৩ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

আদালত প্রতিবেদকনারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী জাকির খানকে আলোচিত ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় আদালতে হাজির করা হয়েছে। এদিন জেলা ও দায়রা জজ (প্রথম) আদালতে আসামি পক্ষের আইনজীবী মামলার বাদী বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে জেরা করেন।সোমবার (১৬ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক উম্মে সরাবন তাহুরা আদালতে সাক্ষ্য দেন তিনি। এসময় আসামি পক্ষের আইনজীবী জাকির খানের জামিন আবেদন করলে তা না মঞ্জুর করে পরবর্তী শুনানীর দিন ধার্য করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।নিহত সাব্বির আলম খন্দকারের বড় ভাই ও মামলার বাদী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। এ মামলায় আসামি জাকির খানের বিরুদ্ধে দ্বিতীয় দফায় সাক্ষ্য দেন তৈমূর। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মাকসুদা আহমেদ জানান, আসামি জাকির খানের বিরুদ্ধে নিহতের বড় ভাই তৈমূর আলম খন্দকারকে জেরা করেন আসামী পক্ষের আইনজীবীরা। এর আগে তাকে প্রথম দফায় আংশিক জেরা করেন। তবে আজকেও আসামী পক্ষের আইনজীবীরা আজকেও পূর্ণাঙ্গ জেরা করতে পারেনি। আতালত আগামী ৭ মে সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত। এদিকে বাদী পক্ষের আইনজীবী ও খুনের শিকার ব্যবসায়ী নেতা নিহত সাব্বির আরম খন্দকারের মেয়ে ফাতেমা-তুজ-জোহরা খন্দকার সবনম অভিযোগ করে বলেন, আসামী পক্ষের আইনজীবী স্বাক্ষীদের আংশিক জেরা করে কালক্ষেপন করছেন। তবে এতদিন পর আসামি ধরা পরায় বিচারিক কার্যক্রম পূনুরুজ্জিবিত হয়েছে। আমা আমার বাবার খুনের বিচারের ব্যাপারে আশাবাদী।মামলার বাদী তৈমূর আলম খন্দকার বলেন, ঘটনার দিন আমি বাংলাদেশ সরকারের একটি প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব করতে কলম্বিয়ায় ছিলাম। পরে খবর পেয়ে দেশে ছুটে এসে আমার ভাইয়ের ময়না তদন্ত শেষে দাফন সম্পন্ন করি। পরে সে দিন রাতে এজহার দায়ের করি। এই ঘটনায় সাব্বির তার জীবদ্দশায় আমাকে যা বলেছে এবং পরিবার থেকে যা জানতে পেরেছি সেই কথাগুলো আদালতকে জানাই। তবে আসামি পক্ষেল আইনজীবীরা তাদের জেরা শেষ করতে পারেনি। আমার ভাই সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে মারা গেছে। সেতো আর ফিরে আসবে না, তবে আমরা যেন সুবিচার পাই এব্যপারে সকলের সহযোগীতা কামনা করি।প্রসঙ্গত, জাকির খান নারায়ণগঞ্জের ব্যবসায়ী সাব্বির আলম হত্যা মামলার আসামি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার নামে নারায়ণগঞ্জ ও ঢাকায় হত্যা, চাদাবাজী ও অস্ত্র মামলাসহ একাধীক মামলা রয়েছে। পরিচয় গোপন করে গত এক বছর পরিবারসহ বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করছিলেন। পরে গত ৩ সেপ্টেম্বর ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে আগ্নেআস্ত্র গ্রেফতার করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।