ঢাকাশনিবার , ১৮ মার্চ ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন

বন্দরেপুকুরে ডুবে বাবুল নিহত

আবু বকর
মার্চ ১৮, ২০২৩ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, বন্দরবন্দরের নবীগঞ্জ এলাকায় পুকুরে গোসল করতে গিয়ে বাবুল (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবরি দল পুকুর হতে বাবুলের মৃত দেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একজন সাতার জানা লোক পুকুরে গোসল করতে গিয়ে ডুবে গেল কিভাবে এমনই প্রশ্ন সর্বত্র। সূত্র মতে, বন্দরের নবীগঞ্জ বাগের জান্নাত কবরস্থানের পূর্ব পাশে পুকুরে গোসল করতে যায় মৃত নূর মোহাম্মদের ছেলে বাবলু (৪০)। এরপর সে নিখোঁজ হয়। এ ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ বাবুলের লাশ উদ্ধার করে। পরে বন্দর পুলিশ ফাঁড়ির এসআই আলমগীর ও বন্দর থানার এসআই মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরাতল প্রস্তুত করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।