ঢাকাসোমবার , ৮ জানুয়ারি ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে কে কত ভোট পেয়ে বিজয়ী হলেন

ডেইলি নারায়ণগঞ্জ ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৪ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চারটি আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কা ও একটিতে জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী বিজয়ী হয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) বেসরকারি ভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ১২৮টি কেন্দ্রের ফলাফলে নৌকার প্রার্থী গাজী গোলাম দস্তগীর ১ লক্ষ ৫৬ হাজার ৪৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী কেটলি মার্কার মো: শাহজাহান ভূইয়া ৪৫ হাজার ৭৫ ভোট পেয়েছেন।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ১১৭টি কেন্দ্রের মধ্যে ১১৫টির ফলাফল অনুযায়ী নৌকা মার্কার প্রার্থী নজরুল ইসলাম বাবু ১ লক্ষ ৬৮ হাজার ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী লাঙ্গল মার্কার আলমগীর সিকদার লোটন পেয়েছেন ৭ হাজার ২৫৬ ভোট। এ আসনে ২টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ১৩১ কেন্দ্রের ফলাফল অনুযায়ী নৌকা মার্কার আব্দুল্লাহ আল কায়সার পেয়েছেন ১ লক্ষ ১২ হাজার ৮০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী লাঙ্গল মার্লার লিয়াকত হোসেন খোকা পেয়েছেন ৩৫ হাজাট ৮১১ ভোট।

নারায়ণগঞ্জ ৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে ২৩১টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী নৌকা মার্কা নিয়ে একেএম শামীম ওসমান পেয়েছেন ১ লক্ষ ৯৫ হাজার ৮২৭ ভোট। এ আসনে নিকটতম প্রতিদ্বন্দী গোলাপ ফুল মার্কার মুরাদ হোসেন জামাল পেয়েছেন ৭ হাজার ২৬৯ ভোট।

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে ১৭৫টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী লাঙ্গল প্রতীক নিয়ে একেএম সেলিম ওসমান পেয়েছেন ১ লক্ষ ১৫ হাজার ৪২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী চেয়ার মার্কার এএমএম একরামুল হক ৩ হাজার ৭৩৩ ভোট পেয়েছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।