ঢাকাশুক্রবার , ১২ জানুয়ারি ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

আড়াইহাজারে ট্রাক চাপায় দুই মিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার
জানুয়ারি ১২, ২০২৪ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মহাসড়কে ট্রাকের নিচে চাপা পড়ে দুইজন গাড়ি মিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) আড়াইহাজার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় ওই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভুলতা হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোঃ আশরাফ।

নিহত গাড়ি মিস্ত্রির নাম ইউনুস (২৩) ও ইয়াকুব (২১)। তাৎক্ষণিকভাবে তাদের ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

আরো পড়ুন>>> নারায়ণগঞ্জে চলবে ইলেকট্রিক ট্রেন

ভুলতা হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোঃ আশরাফ জানান, ভোরে একটি মালবোঝাই ট্রাক পুরিন্দার কাছে এসে নস্ট হয়ে যায়। এসময় রাস্তার পাশে ট্রাকটির নিচে জগ দিয়ে আটকিয়ে চালক ও হেলপার ট্রাকটি ঠিক করছিল। হঠাৎ জগটি ভেঙ্গে ট্রাক তাদের উপরে পড়ে যায়। ট্রাকের চাপায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। তাদের নাম জানাগেলেও পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহটি বর্তমানে ভুলতা পুলিশ ফাঁড়িতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।