ঢাকাসোমবার , ২০ সেপ্টেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

টেন্ডারের ৩ বছর পর কাজ শুরু !

Nouka Baich
সেপ্টেম্বর ২০, ২০২১ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

ডেইলি নারায়ণগঞ্জ রিপোর্ট

নগরীর অন্যতম ব্যস্ত একটি সড়কের সংস্কারের কাজ ৩বছর আগে টেন্ডার হলেও সেটি শুরু হয়েছে সোমবার। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এই সড়কটির টেন্ডার আহবান করেছিল ২০১৮ সালের ১৬এপ্রিল। কিন্তু করোনা সহ নানা অজুহাতে সংস্কার বন্ধ রেখে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের ঠিক আগ মুহুর্তে এই সড়কের সংস্কার কাজ শুরু করেছে ঠিকাদারী প্রতিষ্ঠানটি। নারায়ণগঞ্জ শহরের ডাক বাংলো থেকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত ঐ সড়কের কার্পেটিং কাজটি পেয়েছিলেন রত্মা এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক জাকির হোসেন। এই সেই জাকির হোসেন , যার জন্য রাতভর থানায় ছিলেন আইভী।

টেন্ডারের ৩ বছর পর কাজ শুরু !

এদিকে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস-আদালত খোলা থাকা অবস্থায় এই সংস্কার কাজ শুরু হওয়ায় পুরো নগরী জুড়ে ছিল তীব্র যানজট। বিশেষ করে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে কয়েক কিলোমিটার এলাকায় ছিল ঘন্টার পর ঘন্টা যানবাহনের লাইন। এ সড়কের একপাশে নারায়ণগঞ্জের সবচেয়ে বড় কলেজ ও বিশ্ববিদ্যালয় সরকারি তোলারাম কলেজ বিশ্ববিদ্যালয় ও আরেক পাশে সরকারি মহিলা উচ্চ বিদ্যালয় অবস্থিত। তাছাড়া বিসিক নীট পল্লীর প্রায় কয়েকশ গার্মেন্ট প্রতিষ্ঠানের হাজার হাজার শ্রমিকরা এই সড়ক দিয়েই আসা যাওয়া করেন।

টেন্ডারের ৩ বছর পর কাজ শুরু !

সোমবার সকাল থেকেই কাজ শুরু হবার পর থেকে পুরো নগরীজুড়ে ব্যাপক যানজট দেখা দেয়। ট্রাফিক পুলিশের সদস্যরা যানজট নিয়ন্ত্রণ করতে গিয়ে হিমশিম খান।তথ্যানুসন্ধানে জানা গেছে, ১৬ এপ্রিল ২০১৮ সালের ১৬এপ্রিল সিটি কর্পোরেশন এলাকার কয়েকটি সড়ক পুনঃসংস্কার (রিপিয়ারিং) এর কাজের জন্য দরপত্র আহবান করা হয়। কয়েকটি সড়ক মিলিয়ে এ উন্নয়ন কাজের ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১৪ লক্ষ টাকা। কাজটি পায় রত্মা এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান, যার মালিকের নাম জাকির হোসেন। অভিযোগ রয়েছে, ঠিকাদার জাকির হোসেন সিটি কর্পোরেশনের অধিকাংশ টেন্ডারের কাজই পেয়ে থাকেন বলে তিনি বেশ প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিতি।

টেন্ডারের ৩ বছর পর কাজ শুরু !

এর আগে রেলওয়ে কর্তৃপক্ষের এক মামলায় জাকির হোসেনকে গ্রেফতার করা হলে তাকে ছাড়াতে রাতভর নেতাকর্মীদের নিয়ে থাকায় অবস্থান করেন নাসিকের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। উন্নয়ন কাজের টেন্ডার পাবার পর তাদের সুবিধাজনক সময়ে যখন যেভাবে ইচ্ছা তারা কাজ করেন। যেমনটি তিনি এই সড়কের সংস্কার টেন্ডারের ৩বছর পেরিয়ে গেলেও তিনি এই সংস্কার কাজ না করেই সিটি কর্পোরেশন নির্বাচনের আগে কাজ শুরু করেছেন। এদিকে এব্যপারে ঠিকাদারি প্রতিষ্ঠান রত্না এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাকির জানান, আমি মনে করি এলাকাবাসী সন্তুষ্ট। আর তিন বছর নয় ৬ থেকে ৮ মাস আগে টেন্ডার হয়েছে, আমার যতদূর মনে পড়ে। কাজটি বৃষ্টিসহ নানা কারণে এতদিন করা হয়নি। কাল কলেজ রোডের কাজ করবো এবং চাষাঢ়ার সড়কের কিছু কাজ বাকি আছে সেটাও আশা করি ৩ দিনের মধ্যে সমাপ্ত হবে। তবে কাজের কার্যাদেশে দেয়া সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন না করার জন্য সিটি কর্পোরেশন থেকে কোন নোটিশ দেয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।