ঢাকাবুধবার , ১৫ সেপ্টেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

এড. টিপুর বিস্ফোরক মন্তব্য,আইভী মেয়র হয়েছেন বিএনপির অবদানে

আবু বকর সিদ্দিক
সেপ্টেম্বর ১৫, ২০২১ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ‘বাবার পরিচয় ও বিএনপির একটি অংশের সমর্থনে আজকের মেয়র সেলিনা হায়াত আইভী। আমার ৩৮ বছরের রাজনৈতিক জীবনে উনাকে কখনো দেখিনি, আওয়ামী লীগের ব্যানারে কোন আন্দোলন সংগ্রাম করেছে। তারপরেও এখন আওয়ামী লীগের নেতা পরিচয় দেন।’আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি বিএনপি ও নারায়ণগঞ্জের রাজনীতির নানা দিক নিয়ে আলোচনার হয় একসময়ের তুখোড় ছাত্রনেতা, বর্তমান মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু’র সাথে। এ সময় প্রাসঙ্গিকভাবে বর্তমান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মেয়র সেলিনা হায়াৎ আইভী সর্ম্পকে উপরোক্ত মন্তব্য করেন তিনি।

মাঠ পর্যায়ের ছাত্র রাজনীতি থেকে উঠে আসা আবু আল ইউসুফ খান টিপু এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে জানালেন, ‘বাবার পরিচয়েই ২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছেন। তখন বিএনপির একটি অংশ আইভীর পক্ষে গোপনে কাজ করে, বেঈমানী করে আমাদের তৎকালিন পৌরসভার চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম সরদারকে হারিয়ে দিয়েছে। বিএনপির একটি অংশ পরবর্তিতেও আইভীর পক্ষে কাজ করেছে এবং আইভীকে ভোট দিয়েছে।’তিনি আরও বলেন, ২০১১ তে যখন নির্বাচন হলো। তখন শামীম ওসমান, আইভী এবং তৈমূর আলম খন্দকার প্রার্থী ছিলেন। তখনও আমার প্রাণ প্রিয় ম্যাডামকে কে বা কারা ভূল বুঝিয়েছে, ‘তৈমূর আলম খন্দকারকে নির্বাচনে দাঁড়িয়ে থাকলে শামীম ওসমান মেয়র হয়ে যাবে’। সেই কারণে তৈমূর আলম খন্দকারকে নির্বাচনের পূর্ব রাতে বসিয়ে দেওয়া হয়। তার পরিপ্রেক্ষিতে শামীম ওসমানকে ঠেকাতে বিএনপির বিরাট অংশ ও বিএনপির ভোটারা আইভীকে ভোট দিয়ে দেয়।আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘২০১৬ সালে যে নির্বাচন হয়েছে, সেখানে আমাদের শীর্ষস্থানীয় নেতারা নির্বাচন করতে চায়নি।

তাই নবীন রাজনৈতিক হওয়ার পরেও আইনজীবী হিসেবে ভালো ইমেজ থাকায়, নতুন মুখ (যিনি আদালত পাড়ার রাজনীতিতেই সীমাবদ্ধ ছিলেন) তাকে আমি প্রত্যক্ষভাবে থেকে বেগম খালেদা জিয়ার কাছ থেকে মনোনয়ন এনে দিয়েছি। মনোনয়ন পাওয়ার পর ওনি (বিএনপির প্রার্থী) নির্বাচনে ঠিক মতো কাজ করতে পারে নি, তাঁর অনেক ব্যর্থতা ছিল। নেতাকর্মীদের সাথে সমন্বয় করতে পারেনি। নির্বাচন থেকে বেশি অর্থ সংগ্রহের কাজে বেশি ব্যস্ত ছিল। এ জন্য সে, ভালো ফলাফল করতে পারেনি। একই সাথে, তখনও বিএনপির একটি অংশ আইভীর হয়ে গোপনে কাজ করেছে। তাই বিএনপির অনেক নেতাকর্মী ও অনেক বিএনপির কাউন্সিলররা সে সময় আইভীর পক্ষে ভোট দিয়েছে।’বর্তমানে নারায়ণগঞ্জ বিএনপি অবস্থান প্রসঙ্গে এ নেতা বলেন, ‘বিএনপির অনেক নেতাকর্মীরা বলে, আমরা শামীম ওসমানের বিরুদ্ধে তাই আইভীর পক্ষে ভোট দিয়েছি। কথা সত্য। কিন্তু আমার জানা মতে, শামীম ওসমান ও আইভী দু’জনই আওয়ামী লীগ করে। তাদের নেত্রী এক। চরিত্রও কোন ভিন্নতা নেই।

কেউ কেউ বাহিনী করে বিএনপির নেতাকর্মীদের নির্যাতন করেছে। কেউ মানুষিক ভাবে ও সামাজিক ভাবে বিএনপির নেতাকর্মীদের নির্যাতন করেছে। শামীম ওসমান যেমন বিএনপি নেতাকর্মীদের জন্য উপকারী নয়, তেমনই আইভীও উপকারী নয়। তাদের চরিত্র এক ও অভিন্ন। তাদের মধ্যে যে দ্বন্দ্ব, সেটা তাদের ব্যক্তিস্বার্থ নিয়ে। নারায়ণগঞ্জের উন্নয়নে তাদের বা সহনশীল রাজনীতিতে কোন ভূমিকা নেই। আইভী বিএনপির নেতা কর্মীদের থেকে অনেক সহযোগীতা নিয়েছে, এতে বিএনপিরই ক্ষতি হয়েছে। আমি আহ্বান করবো বিএনপি নেতাকর্মী ও সমর্থকদেরকে- অতীত থেকে শিক্ষা নিতে। যদি, আগামীতে যদি একটা কলাগাছকেও বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে আমাদের সবার উচিত হবে তার পক্ষে থাকা। এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উন্নয়ন এর দায়িত্ব আমাদের প্রার্থীর হাতেই তুলে দেওয়া দরকার। আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।