ঢাকাবুধবার , ২২ সেপ্টেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

‘কারো বাপের সাধ্য নাই ঢুকতে দিবে না’

Nouka Baich
সেপ্টেম্বর ২২, ২০২১ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

জেলা মুক্তিযোদ্ধা সংসদের উপর হঠাৎ করেই চটে গেলেন সিটি মেয়র সেলিনা হায়াত আইভী। তার আক্ষেপ তাকে মুক্তিযোদ্ধা সংসদে এ পর্যন্ত কেউ ডাকেন নি। তবে সেই ক্ষোভ ঝারতে গিয়ে তিনি যে ভাষা ব্যবহার করেছেন তাতে খোদ মুক্তিযোদ্ধারাই লজ্জিত বলে জানা গেছে। বিষয়টি নিয়ে জেলার অনেক বর মুক্তিযোদ্ধাই ক্ষুব্ধ বলে জানা গেছে। তবে ‘মান ইজ্জত আর অপমান” এর ভয়ে তারা নিজেদের নাম প্রকাশ না করতে অনুরোধ করেছেন।

তারা বলেছেন, আইভী নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান দাবী করেছেন আবার বলেছেন কারো বাপের সাধ্য নেই তাকে ঢুকতে দিবেনা। মেয়র আইভীর বোঝা উচিত ছিল মুক্তিযোদ্ধা সংসদটি জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধাদের। সেখানে বাপ তুলে কথা বলে তিনি মুক্তিযোদ্ধাদেরই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গালাগাল করলেন, অপমান করলেন। আমরা কি তাকে কখনও আসতে নিষেধ করেছিলাম? তিনি মুক্তিযোদ্ধার সন্তান বলে দাবী করেন, কেন তিনি নিজে কি আসতে পারতেন না? আমরা সবাই তো তার মুরুব্বী।

সে আসলে তো খুশি হতাশ। হয়তো মুক্তিযোদ্ধাদের কাছে চলে আসলে যুদ্ধাপরাধীদের দলের নেতারা অখুশি হবে, তাই আসেননি। জানা গেছে, বুধাবার ( ২২ সেপ্টম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মুক্তিযোদ্ধার সন্তানদের মধ্যে শেখ হাসিনা লিখিত ‘শেখ মুজিব আমার পিতা’ বইটি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইভী। সেখানে তিনি বলেন, ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আমি আলী আহাম্মদ চুনকার সন্তানের বিষয়টি না হয় বাদই দিলাম, আমি তো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র। কিন্তু আমাকে একদিনের জন্যও মুক্তিযোদ্ধা সংসদে ডাকা হয় নাই। আমার প্রবেশ নিষেধ। কেন? আমি সেখানে গেলে কারও বাপের সাধ্য আছে যে, ঢুকতে দিবে না? ওইটা কি কোনো ব্যক্তিগত সম্পত্তি বানাইয়া দিছে নাকি? মুক্তিযোদ্ধাদের সমস্ত কিছু কি কারও উপরে দিয়া দিছে যে, তারাই নারায়ণগঞ্জের হর্তকর্তা আর ভবিষ্যত।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।