ঢাকারবিবার , ২৬ সেপ্টেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাবের অভিযানে জ্বালানী তেল চোরাই চক্রের ২সদস্য গ্রেফতার

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
সেপ্টেম্বর ২৬, ২০২১ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, সিদ্ধিরগঞ্জ:

আইন-শৃংখলার সামগ্রিক উন্নয়নে দায়িত্বপূর্ণ এলাকায় চুরি, ছিনতাই এবং চোরাই মালামাল উদ্ধারসহ দুষ্কৃতিকারী চোরাই চক্রকে আইনের আওতায় আনতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি বিশেষ আভিযানিক দল ২৬ সেপ্টেম্বর ২০২১ তারিখ ভোর রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় ০৯টি ড্রামভর্তি ১,৮৯০ লিটার চোরাই ডিজেল উদ্ধারসহ চোরাই চক্রের ২সক্রিয় সদস্যকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-  মোঃ নাঈম (৩০) এবং  মোঃ জাহিদ হাসান ওরফে মিসকিন (১৯)।  লেঃ কমান্ডার মাহমুদুল হাসান, উপ-পরিচালক, মিডিয়া অফিসার, র‌্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক স্বাক্ষরীত এক প্রেস  বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাবের অভিযানে জ্বালানী তেল চোরাই চক্রের ২সদস্য গ্রেফতার

তিনি বলেন,  গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক অনুসন্ধান ও  জিজ্ঞাসাবাদে জানা যায় মোঃ নাঈম নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল বাড়ীপাড়া এলাকার মৃত হাবিবুল্লাহ এর ছেলে এবং মোঃ জাহিদ হাসান ওরফে মিসকিন জামালপুর জেলার সরিষাবাড়ী থানাধীন ভাটারা এলাকার স্হায়ী বাসিন্দা।

তারা চোরাই তেল কেনাবেচা চক্রের সক্রিয় সদস্য। এরা পরষ্পরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে ও অবৈধ উপায়ে জ্বালানী তেল সংগ্রহ করে চোরাইবাজারে কেনাবেচা করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এই সকল তেল চোরাই চক্রের বিরুদ্ধে র‌্যাবের  অভিযান অব্যাহত থাকবে। 

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরূদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় দন্ড বিধি আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।