ঢাকারবিবার , ২৬ সেপ্টেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

সিদ্ধিরগঞ্জে পুলিশের উপর হামলা

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
সেপ্টেম্বর ২৬, ২০২১ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, সিদ্ধিরগঞ্জ:


সিদ্ধিরগঞ্জে মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় জনৈক মিজানের বাড়ির ৩য় তলায় আয়শা আক্তার নামে দুই বছরের এক কন্যা শিশুকে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ ঘটনা মরিয়ম আক্তার বেবী (৪৫), সুমাইয়া আক্তার বৃষ্টি (২২) ও মো. আকাশ (২৪) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা (মামলা নং-২৯) দায়ের করা হয়েছে।


মামলা সূত্রে জানা যায়, চাঁদপুর জেলা আদালতের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শওকত জামিলের নেতৃত্বে একটি দল ভুক্তভোগী শিশু আয়শা আক্তারকে উদ্ধারে ঘটনাস্থলে যায়। মামলার আসামীরা শিশু আয়শাকে উদ্ধার করতে দেবেনা বলে চিৎকার চেচামেচি করতে থাকে।


চিৎকার চেচামেচির এক পর্যায়ে আসামীরা এসআই শওকত জামিলসহ তার সঙ্গীয় সদস্যদের উপর হামলা চালায়। এ ঘটনায় এসআই শওকত জামিলসহ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহসীন ও নারী কনস্টেবল সুমী বড়ুয়া আহত হয়। তারা সকলেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।