ঢাকাশনিবার , ২ অক্টোবর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

তথ্য অধিকার আইন পাশের এক যুগেও সাধারণ মানুষ কোন সুফল পাচ্ছেন না : দিলীপ কুমার

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
অক্টোবর ২, ২০২১ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

নগর প্রতিবেদক:

তথ্য অধিকার আইন যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় দেশে সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে না বলে মন্তব্য করেছেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে শনিবার (২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে নাগরিক সংগঠন সুজন আয়োজিত গোল টেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার এই প্রসঙ্গে বলেন, ২০০৯ সালে তথ্য অধিকার আইন পাশ হওয়ার দীর্ঘ এক যুগ অতিবাহিত হলেও সাধারণ মানুষ এর কোন সুফল পাচ্ছেন না। অনেক সচেতন নাগরিকদের মধ্যেও তথ্য অধিকার আইনের বিষয়ে স্পষ্ট ধারণা নেই। এছাড়া দেশের বিভিন্ন গণমাধ্যমের মালিকপক্ষ নিজেরাও পুরনো মানসিকতা নিয়ে আছেন এবং তাদের মধ্যে তথ্য অধিকার আইনের ব্যাপারে কোন উৎসাহ দেখা যাচ্ছে না। তাই আদর্শ ও দর্শনভিত্তিক সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত দেশে সুশাসন প্রতিষ্ঠা করা আদৌ সম্ভব নয় বলে মনে করেন সুজনের প্রধান সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।

সুজনের বন্দর থানা কমিটির সভাপতি করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এই গোল টেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেনে। সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, দি হাঙ্গার প্রজেক্ট ঢাকা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী জিল্লুর রহমান, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি রফিউর রাব্বিসহ বিভিন্ন নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা তথ্য অধিকার আইন সাধারণ নাগরিকদের কল্যানে সঠিকভাবে বাস্তবায়নসহ দেশে সুশাসন প্রতিষ্ঠার দাবি জানান। পাশাপাশি সরকারের সকল কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতার ব্যাপারেও গুরুত্ব দেন তারা।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।