ঢাকাবৃহস্পতিবার , ২১ অক্টোবর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

৫বছরে আঙুল ফুলে ‘বট গাছ’

Nouka Baich
অক্টোবর ২১, ২০২১ ১১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

ডেইলি নারায়ণগঞ্জ রিপোর্ট

নতুন মডেলের প্রিমিও গাড়ীতে চলাফেরা করলেও হলফনামা অনুযায়ী ২০১৬সালে নির্বাচনের খরচ চালাতে তাকে নিজের ভাইয়ের কাছে ঋৃণ নিতে হয়েছিল। আয়কর সার্টিফিকিটে তখন পেশা ব্যবসা উল্লেখ করলেও তিনি নিজেকে পরিচয় দিতেন এক চিত্র প্রযোজক হিসেবে। কিন্তু চেয়ারম্যান হওয়ার মাত্র ৩বছরের মাথায় তার ভাগ্যের চাকা যেন বিদ্যুত গতিতে ঘুরতে শুরু করলো। নিজ এলাকা কাচঁপুর সেতুর নিচেই রয়েছে তার কয়েক কোটি টাকা মূল্যের প্রেট্রোল পাম্প, প্রায় ৪০ বিঘা জমির উপর ২টি এগ্রো ফার্ম ৭তলা বিশিষ্ট ৩টি, ২টি ৪তলা, ৩তলা বিশিষ্ট ২টি আলিশান বাড়ী । রয়েছে দেড় কোটি টাকা মূল্যের ২টি হ্যারিয়ার, (ঢাকা মেট্রো ঘ ১৫-৪৬৫৯,ঢাকা মেট্রো ঘ ১৮-৭৫২৩), একটি নোয়া স্কয়ার(ঢাকা মেট্রো চ -৭৮৭৫) ২টি প্রিমিও সুপার (ঢাকা মেট্রো গ ৩৫-০৫৪৩,ঢাকা মেট্রো গ ৩৫-১০৫৪)গাড়ী।

৫বছরে আঙুল ফুলে ‘বট গাছ’

গুঞ্জন রয়েছে, কক্সবাজারেও কিনেছেন একটি আবাসিক হোটেল। তিনি সোনারগাঁ কাচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর। স্থানীয়রা জানিয়েছেন, তার ছোট ভাই বাবু ওমর সোনারগা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হওয়ায় ২ভাইয়ের বিরুদ্ধে কথা বলারও সাহস করেন না কেউ। তবে সম্প্রতি ২টি জমি দখলকে কেন্দ্র করে ২জন ব্যবসায়ীকে মারধর করা, অপহরণের চেষ্টার ভিডিও ফুটেজসহ জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রচারের পর নতুন করে আলোচনায় আসেন মোশারফ ওমর। মুখ খুলতে শুরু করে ভুক্তভোগীরা। এমনকি কাচপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত মেম্বারও তার অনিয়মের বিরুদ্ধে মুখ খুলেছেন প্রতিবেদকের কাছে। অভিযোগ রয়েছে, চেয়ারম্যান মোশারফ ও তার ভাই বাবু ওমর গত ১বছর ধরে সরকারের সাবেক এক উপদেষ্টার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে এলাকায় চাউর করছেন। সম্প্রতি ঐ সাবেক উপদেষ্টাকে নিয়ে নিজেদের বগান বাড়ীতে ভুড়ি ভোজেরও আয়োজন করেছিলেন তারা। সরেজমিনে কাচপুর ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় গিয়ে জানা গেছে, নৌকার প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে গত ৫ বছরে বানিজ্যিক করের নামে তার কাছে জিম্মি পুরো শিল্পাঞ্চল কাচপুরের শিল্প মালিকরা। বিশেষ নতুন শিল্প উদ্যোক্তাদের কাছে মোশারফ ওমর আর কাচুপর ইউনিয়ন পরিষদ হয়ে উঠেছে ভয়ের নাম। কারণ, ট্রেড লাইসেন্স ও এনওসি নিতে হলে তাদের গুনতে হয় সরকারী ফি’র চেয়ে কয়েকশ গুন বেশী টাকা। সম্প্রতি মিজান নামের একজন ব্যবসায়ীর নির্মানাধিন ফ্যাক্টরীর জন্য ট্রেড লাইসেন্স প্রয়োজন হলে তার কাছ থেকে ৩লাখ টাকা দাবী করেন মোশারফ। পরে একটি সরকারী সংস্থার কর্মকর্তার ফোন পেয়ে সেটি সরকারী ফি’তে করে দিলেও ঐ ব্যবসায়ীকে ২০হাজার টাকা গুনতে হয়েছে(সকল রেকর্ড সংরক্ষিত)। এছাড়াও কাচপুর এলাকার পরিবহন চাদাবাজি, পুরো ফুটপাতের চাদাঁবাজি, রপ্তানি মুখি শিল্প প্রতিষ্ঠান সিনহা গ্রুপের ওয়েস্টেজ ব্যবসা, মাদক ব্যবসার শেল্টার, অসংখ্য ভুমি দস্যুতাসহ মোশরাফ ওমরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছে গত ৫বছরে। কাচপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার নাজমুল হক জানিয়েছেন, আমরা নির্বাচিত মেম্বার হয়েও চেয়ারম্যান মোশারফের নির্যাতন আর অবজ্ঞার শিকার। ইউনিয়ন পরিষদে আমাদের ২পয়সার মূল্য নেই। নাগরিক সনদ নিতে হলেও পরিষদের সচিবকে ১০০টাকা দিতে হয়। ট্রেড লাইসেন্স দিতে হলে প্রতিষ্ঠানের আকার ও মূলধন বুঝে সর্বনি¤œ ১০হাজার থেকে ৫লাখ টাকা পর্যন্ত গুনতে হয়।

৫বছরে আঙুল ফুলে ‘বট গাছ’

কেউ প্রতিবাদ করলে তার ওয়ার্ডে উন্নয়ন বন্ধ হয়ে যায়। ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার হাসান খান জানিয়েছেন, চেয়ারম্যান মোশারফ ওমর কতটা ভয়ঙ্কর সেটা বলে বুঝানো সম্ভবনা। পুরো কাচপুরের পরিবহন চাদাবাজি, কাচপুর ব্রীজের নিচে ফুটপাতের প্রায় ২হাজার দোকানের চাদাবাজির নিয়ন্ত্রন তার হাতে। এই ২সেক্টর থেকেই তিনি মাসে কমপক্ষে অর্ধকোটি টাকা আয় করেন। এছাড়াও এই এলাকার মাদক ব্যবসার মূল শেল্টারদাতাও তিনি। এত কিছুর পরও তার বিরুদ্ধে এপর্যন্ত কোন আইন বা প্রশাসন ব্যবস্থা নেয়নি। সম্প্রতি ২ব্যবসায়ীকে মারধরের অভিযোগ থানায় গেলেও সেটি মামলা নিতেও পুলিশ অনীহা দেখিয়েছে। ৩নং ওয়ার্ড মেম্বার মহিউদ্দিন জানিয়েছেন, মোশারফ নিজে কাচপুরের চেয়ারম্যান আর তার ভাই বাবু উপজেলার ভাইস চেয়ারম্যান। ৫বছরে তারা ২ভাই কমপক্ষে শত কোটি টাকার সম্পদ করেছে। যে ব্যক্তি ১০বছর আগেও বাসে, সিএনজিতে চলাফেরা করতো সেই ব্যক্তির এখন এই এলাকায় ৬/৭টি বাড়ী, ২টি বাগান বাড়ী। এরচেয়ে বেশী প্রমাণ আর প্রয়োজন নেই তার অনিয়ম আর দুর্নিতি প্রমাণ করতে।

৫বছরে আঙুল ফুলে ‘বট গাছ’

৯নং ওয়ার্ডের মেম্বার জাকির উল্টো প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আপনার অনুসন্ধান করুন কেন একজন মহিলা মেম্বার তার স্বামীকে ত্যাগ করেছে। কেন ঐ মহিলা মেম্বারকে আজ পর্যন্ত চেয়ারম্যানের রুমে বা সিএনজি পাম্পের অফিসে বা বাগান বাড়ীতে প্রবেশে অনুমতি নিতে হয়না। যেখানে আমাদের অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়। জাকির জানান, কমপক্ষে ৪০বিঘা জমি তিনি নানা গ্রামে নামে বেনামে দখল করেছেন, যা ভুক্তভোগীরাই জানাবে। একজন চেয়ারম্যান হয়ে তিনি ২জন ব্যবসায়ীকে মেরেছেন প্রকাশ্যে যা ভিডিও ফুটেজ দেখেছেন। কিন্তু এমন শত শত শ্রমিককে পাওনার অর্ধেক দিয়ে মেরে বিদায় করেছেন যার কোন ফুটেজ নেই কিন্তু উপরের একজন দেখেছেন।

৫বছরে আঙুল ফুলে ‘বট গাছ’

শুধু জনপ্রতিনিধিরাই নন, স্থানীয় সরকারদলীয় নেতাকর্মীরাও ক্ষোভ প্রকাশ করেছেন মোশারফ ওমরের বিরুদ্ধে। কাচপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক নাছির উদ্দিন জানান, তিনি(চেয়ারম্যান মোশারফ) আমাকেও হুমকি ধামকি দিয়েছেন বহুবার। নৌকার চেয়ারম্যান হয়েও তিনি কোন দলীয় মিছিল মিটিং করেছেন কিনা সন্দেহ। উল্টো বিএনপির লোকেরা তার কাছে সুবিধা নিয়ে থাকেন। এদিকে যার বিরুেদ্ধ এত অভিযোগ, সেই চেয়ারম্যান মোশারফের কাছ থেকে এব্যপারে জানতে মোবাইলে ফোন করলে তিনি সকল অভিযোগ মিথ্যা বলে দাবী করেন। তবে এলাকায় বিশাল বিশাল বাড়ী ও এগ্রো ফাম প্রতিষ্ঠায় আয়ের উৎস কি এমন প্রশ্নের জবাবে তিনি কোন উত্তর না দিয়ে তার সাথে ঢাকায় দেখা করার অনুরোধ করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।