ঢাকাশনিবার , ১৩ নভেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

রিয়াদের ঘটনা সাজানো, আরও বড় হতো: শামীম ওসমান

আবু বকর সিদ্দিক
নভেম্বর ১৩, ২০২১ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

নগর প্রতিবেদক:

‘বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জের ছাত্রলীগ, কতটা সভ্য, কত সুন্দর; তার প্রমাণ সানিদের সময় থেকে এখন পর্যন্ত কোথাও ছাত্রলীগের নামে একটা প্রশ্ন কেউ করতে পারেনি। তাঁরা যে সরকারি দল, কোন রকম প্রমান করে না। অথচ, নির্বাচনের দিন ছাত্রলীগের সভাপতিকে নিয়ে সাজানো একটা ঘটনা ঘটিয়েছে। আমি যদি ৫ মিনিট পরে যেতাম, হয়তো ঘটনাটা আরও অনেক বড় করে সাজাতে পারতো।’

মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও ছাত্রলীগের কর্মীদের বেধরক পিটুনির বিষয় নিয়ে শনিবার (১৩ নভেম্বর) বিকালে এ কথা বলছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। নারায়ণগঞ্জ সদর, বন্দর ও সোনারগায়ের নবনির্বাচিত জনপ্রতিনিধিরা নগরীর রাইফেল ক্লাবে আসেন এমপি শামীম ওসমানকে ফুলের শুভেচ্ছা জানাতে।

ওই অনুষ্ঠানে তিনি সদ্য সমাপ্ত নির্বাচন, নির্বাচনের পূর্বে নানা ষড়যন্ত্রের কথা, নির্বাচনের দিন বিচ্ছিন্ন ঘটনা ও আগামীতে পথ চলা নিয়ে গুরুত্ব পূর্ণ বক্তব্য রাখেন। দেশের প্রভাবশালী জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব শামীম ওসামনের ভাষ্য মতে, ‘ইউনিয়ন নির্বাচন থেকে আমরা শিক্ষা নিয়েছি, এখন আমরা নারায়ণগঞ্জকে সুসংগঠিত করবো।’

শামীম ওসমান বলেন, আমি আগেই বলেছিলাম ষড়যন্ত্রের কথা। তার প্রমান ১১ নভেম্বর নির্বাচনের দিন পেয়েছি। একটা পক্ষ বন্দরের একটি এলাকা ও আমার নির্বাচনী এলাকায় বিশৃঙ্খলা করে আমাদের প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল। তাঁরা চাইছিলেন ‘একটা লাশ’। এরা হয়তো নির্বাচনের সাথে জড়িত-ই না। কিন্তু তাদের আগামীর নির্বাচনের হিসাব নিকাশ মিলিয়ে এ ধরণের একটা বাজে ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছিল।

নির্বাচনের দিন মাসদাইর এলাকার ঘটনা স্মরণ করে শামীম ওসমান বলেন, ‘নির্বাচনের শেষ পর্যায় বিকাল ৩টার সময় এনায়েতনগর এলাকার আমি ভোট দিতে যাবো। আমি কবরস্থানটা পার হতেই শুনলাম, র‌্যাবের সদস্যরা কোন বিশৃঙ্খলা না থাকলেও ছাত্রলীগের সভাপতির সাথে ভূল বুঝাবুঝি থেকে একটি সাজানো ঘটনায় পা দিয়েছে। ঘটনা ঘটার আগেই কিছু নিবন্ধনহীন পত্রিকার গাড়ি ও সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। সেখানে মনে হলো, সবকিছুই যেন একদম ফিটফাট।

আমি গেছি, যাওয়ার পরে অফিসাররাও বুঝতে পেরেছেন, এটা সাজানো ঘটনা। আমরাও সেটা যেখানে জানানোর দরকার, জানিয়েছি। এ ঘটনাটা ওই এলাকার আওয়ামী লীগের সভাপতি কামালের উপস্থিতিতে সাজানো হয়েছিল। আমি যদি ৫ মিনিট পরে যেতাম, হয়তো, এই সাজানো ঘটনা আরও অনেক বড় করে সাজানো হতো।’ শামীম ওসমান আরও বলেন, বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জের ছাত্রলীগ কতটা সভ্য, কত সুন্দর; তারা প্রমান করে সানিদের সময় থেকে এখন পর্যন্ত কোথাও ছাত্রলীগের নামে একটা প্রশ্ন কেউ করতে পারেনি।

তাঁরা যে সরকারি দল, কিন্তু কোন রকম প্রমান করে না। এখন গাছের পাতায় পাতায় আওয়ামী লীগ, আওয়ামী লীগ হয়ে গেছে সব সেক্টরে। মাঝে মাঝে আমাদের মনে হয়, আমরা আওয়ামী লীগ করি না, জামাত-বিএনপি করি। এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বাবু চন্দনশীল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সদর উপজেলার ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সাইফউল্লাহ বাদল,

ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তবলী ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান শওকত আলী, কুতুবপুরে ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, গোগনগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফজর আলী, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আসাদুজ্জামান, আলীরটেক ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. জাকির হোসেন, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন প্রধান,

বন্দর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এহসানউদ্দিন আহমেদ, মুসাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মাকসুদ, ধামগড় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামাল হোসেন, মদনপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আব্দুস সালাম, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, বারদী ইউনিয়ন পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবনির্বাচিত চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল,

কাঁচপুর ইউনিয়ন পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান মোশারফ হোসেন, সানমন্দি ইউনিয়ন পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা শ্রমিকলীগের আহ্বায়ক আব্দুল কাদির, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুঁইয়া সাজনু, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লিটনসহ বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত মেম্বারবৃন্দসহ প্রমুখ।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।