ঢাকারবিবার , ১৪ নভেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাবে আটক সেই ‘ভুয়া পুলিশ’ রিমান্ডে

আবু বকর সিদ্দিক
নভেম্বর ১৪, ২০২১ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

নগর প্রতিবেদক: সিদ্ধিরগঞ্জে র‌্যাবের হাতে গ্রেফতার মো. জাহিদুল ইসলাম ওরফে সবুজ (৩০) নামের এক ভুয়া পুলিশকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রোববার (১৪ নভেম্বর) বিকালে নারায়নগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে ওই আদেশ দেন। জাহিদুল সিদ্ধিরগঞ্জের পূর্ব নিমাইকাশরী এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে।

এবিষয়ে কোর্ট পুলিশের এএসআই মো. রোকনুজ্জামান বলেন, এ মামলার আসামী সজিবের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসঙ্গত, নিজেকে পুলিশ কর্মকর্তা প্রমাণের জন্য পুলিশের পোশাক পড়ে ছবি পোস্ট ছাড়াও ‘পুলিশ ‘ লিখিত বুলেটপুরুফ জ্যাকেট ও ওয়াকিটকি সেট সহকারে নানা ভঙ্গিমায় ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতো জাহিদুল ইসলাম ওরফে সবুজ।

নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে একাধিক নারীর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তুলে ব্ল্যাকমেইল করার জন্য মোবাইলে তাদের স্পর্শকাতর ছবি ধারণ করতো বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এছাড়াও মুঠোফোনে বিভিন্ন ব্যক্তিকে ‘এসআই সজিব’ পরিচয় দিয়ে গ্রেফতার করে কোর্টে চালান করে দেয়ার বেশকিছু কল রেকর্ড র‌্যাব উদ্ধার করেছে।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।