ঢাকারবিবার , ১৪ নভেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
নভেম্বর ১৪, ২০২১ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

নগর প্রতিবেদক

নারায়ণগঞ্জ শহরে প্রতিনিয়ত ঘটে চলেছে চুরি, ছিনতাই সহ নানা অপকর্ম। এতে করে নিঃস্ব হয়ে যাচ্ছে অনেক সাধারণ মানুষ। নগরীর মন্ডলপাড়া, ২নং রেল গেট, কালীরবাজার, চাষাড়া মোড় সহ বিভিন্ন পয়েন্টে ছিনতাইকারীরা সংঘবদ্ধভাবে ওৎ পেতে থাকে। প্রশাসনের কঠোর নজরদারী না থাকায় এসব ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলেছে।

রবিবার (১৪ নভেম্বর) এমনই একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে নগরীর ২নং রেল গেট এলাকায়। ফুটপাতের হকাররা আলী রাজা (৫৫) নামে এক ছিনতাইকারীকে নগদ ১ লক্ষ টাকা সহ আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃত আলী রাজা চাঁদপুরের বাসীন্দা। তবে সে বর্তমানে ঢাকার জুরাইনে কমিশনার মোড় মিষ্টির দোকানের সামনে আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে ২নং রেল গেট মোড়ে এক পথচারীর পকেট কেটে নগদ ১ লক্ষ টাকার একটি বান্ডিল নিয়ে চলে যাচ্ছিল পকেটমার। এসময় ফুটপাতের কয়েকজন দোকানদার বিষয়টি বুঝতে পেরে পকেটমারদের সরদার আলী রাজাকে আটক করে। আলী রাজার সাথে অপর সহযোগী দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন তারা। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি (অপারেশন) গণমাধ্যম কর্মীদের বলেন, একজন পকেটমারকে নগদ টাকা সহ আটক করা হয়েছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। তবে ঘটনাস্থলে তার কাছ থেকে কোন তথ্য আমরা পাইনি। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।