ঢাকামঙ্গলবার , ১৬ নভেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

মানুষ মারা যায় অসচেতনতায় : ডা. আবুল বাশার

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
নভেম্বর ১৬, ২০২১ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

নগর প্রতিবেদক

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেছেন, মহামারিতে মানুষ মারা যায় না। মানুষ মারা যায় স্বাস্থ্য সচেতনতার অভাবে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের সভা কক্ষে, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন অপারেশনাল প্লান কর্মসূচির আওতায় এক দিন ব্যাপী স্বাস্থ্য বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ফাস্ট ফুড সুস্বাদু তাই শিশুদের কাছে বেশী প্রিয়। তবে এই ফাস্ট ফুড শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। এ সময় তিনি শিশুদের স্বাস্থ্য সচেতনতায় পিতা মাতার গুরুত্ব আরোপ করেন এবং শিশুদের সুষম খাদ্য খাওয়ার পরামর্শ দেন। এছাড়া করোনা প্রতিরোধে সকলকে মাক্স ব্যবহার নিশ্চিত ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম।

এ সময় নারায়ণগঞ্জ সিভিল সার্জন উপ পরিচালক (ইনসিটু) ডা. মোহাম্মদ ইমতিয়াজের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, অধ্যাপক সাইফুল ইসলাম স্বাস্থ্য অধিদপ্তর, ডা. বেলাল আহম্মেদ পরিচালক স্বাস্থ্য বিভাগ, ডা. সাইফুল ইসলাম, ডা. আব্দুল আজিজ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, জেলা পরিষদের সদস্য এড. নুরজাহান প্রমূখ।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।