ঢাকাশনিবার , ২০ নভেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

টিকটক করতে গিয়ে কিশোরের মৃত্যু

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
নভেম্বর ২০, ২০২১ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নগর প্রতিবেদক

নারায়ণগঞ্জে টিকটক ভিডিও বানানোর সময় চারতলা ভবন থেকে পড়ে আনিল (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নগরীর পাইকপাড়া বেপারী গলি নামে এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার আনিল চারতলা ভবনের ছাদে উঠে টিকটক বানাতে গিয়ে নিচে পড়ে যান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। আনিল মোবাইলের মাধ্যমে টিকটক ভিডিও তৈরি করে সেগুলো অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করে। তার একাউন্টে ৫ শতাধিক ফলোয়ার ও শতাধিক ভিডিও রয়েছে।

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শেখ ফরহাদ বলেন, বিকেলে আনিল নামে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আনা হয়েছিল। সে মাথায় আঘাত পেয়েছিল। অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

তবে এই বিষয়ে থানায় কেউ খবর দেয়নি বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।