ঢাকাশনিবার , ২০ নভেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

মহানগর যুবদল নিয়ে বাড়ছে ক্ষোভ

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
নভেম্বর ২০, ২০২১ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিবেদক

দলের জন্য নিবেদিত ও ত্যাগীদের বাদ দিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কমিটি ঘোষনা হওয়ায় ক্ষোভ বাড়ছে নেতাকর্মীদের মাঝে। নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাও লক্ষ্য করা গেছে। সদ্য ঘোষিত কমিটি বাতিল করে নতুন কমিটি দেওয়ায় দাবি জানিয়েছেন যুবদলের ত্যাগী নেতারা। এ কমিটিতে হতাশও হয়েছেন তারা।

যুবদলের কর্মীরা জানান, মহানগর যুবদলে স্থান পাওয়া অধিকাংশ নেতাদের গ্রহণযোগ্যতা এখনও তৈরি হয়নি। এ কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব যাদের বানানো হয়েছে, তারা সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাদের পক্ষে দল বা ইউনিট গোছানো কোনভাবেই সম্ভব না। তারা কর্মীবান্ধব না। তারা মূলত সুবিধাভোগী। কমিটিকে দূর্বল করার ষড়যন্ত্র বাস্তবায়ন করতেই কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে এই কমিটি করা হয়েছে। ফলে ত্যাগী ও দলের জন্য নিবেদিত প্রকৃত নেতারা পদ বঞ্চিত হয়েছেন। এতে এই কমিটিকে নিয়ে ক্ষোভ ক্রমেই ঘণীভূত হচ্ছে। ইতিমধ্যে মহানগর যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সভাও করা হয়েছে।

মহানগর যুবদল সূত্রে জানা গেছে, গত ১৬ নভেম্বর নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সাবেক কমিটির সাধারণ সম্পাদক মমতাজউদ্দীন মন্তুকে আহ্বায়ক এবং মনিরুল ইসলাম সজলকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় যুবদল।

কেন্দ্রীয় যুবদলের প্যাডে দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক বার্তায় এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির বাকি সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধান, যুগ্ম-আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি ও শাহেদ আহমেদ। কমিটি ঘোষণার পর পরই বাধে বিপত্তি।

কমিটি ঘোষণার পর পরই নারায়ণগঞ্জ সদর বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানার শতাধিক নেতাকর্মী যুবদলের ঘোষিত কমিটির সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগের সিদ্ধান্ত নেন। পরে মহানগর আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও সভা করে যুবদরের নির্যাতিত নেতারা। শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে ‘নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নির্যাতিত নেতারা’ ব্যানারে এ বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলে প্রায় শত শত ত্যাগী ও নির্যাতিত যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলে থাকা নেতাকর্মীরা এসময় ‘এ অবৈধ কমিটি মানিনা, টাকা কমিটি চলবেনা’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে নেতাকর্মীরা ৩দিনে আল্টিমেটাম দিয়ে কর্মসূচী সমাপ্ত করেন।

এ বিষয়ে যুবদলের নেতাকর্মীরা বলেন, মহানগরের যুবদলের এ বিকলাঙ্গ কমিটি বাতিল ও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারীদের হাত থেকে যুবদলকে রক্ষা করতে হবে। এত আন্দোলন সংগ্রাম করলাম আমরা, আমরা মামলা খেলাম, জেল খাটলাম, নির্যাতনের শিকার হলাম। কিন্তু আমাদেরকে কমিটিতে রাখা হলো না। অপরদিকে এ কমিটিতে যাদের রাখা হয়েছে, তারা কয়জনে কয়টা মামলা খেয়েছে, কতবার জেল খেটেছে। তাদেরকে তো রাজপথে ঠিকমত দেখাই যায়নাই। এ কমিটি একটি বিকলাঙ্গ কমিটি, আমরা এ কমিটি বাতিল করে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করার দাবি জানাচ্ছি। যতদিন এ কমিটি পরিবর্তন না হবে, ততদিন আমাদের আন্দোলন সংগ্রাম চলবে।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।