ঢাকারবিবার , ২১ নভেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

ধামগড়ের চেয়ারম্যান কামাল পলাতক

আবু বকর সিদ্দিক
নভেম্বর ২১, ২০২১ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!


নিজস্ব প্রতিবেদক, বন্দর:

সদ্য অনুষ্ঠিতব্য বন্দরের ধামগড় ইউনিয়নে এক ভোট কেন্দ্রে রাতে নৌকায় সীল মারার গুজবে ছড়িয়ে মোবাইল ডিউটি পুলিশের গাড়িতে হামলা ও গলায় ছুরি চালিয়ে জবাই করে হত্যার চেষ্টা ও অস্ত্র লুটের ঘটনায় স্বতন্ত্র প্রার্থী সহ ২’শ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছেন আহত ডিবি পুলিশের এএসআই আব্দুল হাই। পুলিশের এ মামলায় দুই দফা অভিযানে গ্রেপ্তারকৃত ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশ হাজির করে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে। আদালত পরবর্তীতে রিমান্ড শুনানীর সময় ধার্য করে আসামীদের কারাগারে প্রেরণ করে। মামলার প্রাধান আসামি নবনির্বাচিত চেয়ারম্যান কামাল হোসেন ও তার ভাই আওয়ামীলীগ নেতা আজিজুল হক গ্রেপ্তার এড়াতে পলাতক রয়েছে।

স্বতন্ত্র চেয়ারম্যান বিজয়ী কামাল হোসেন ও তার বড় ভাই আজিজুল হকের নেতৃত্বে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহনের আগের দিন (১০ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকায় পুলিশের ওপর এ হামলার ঘটনা ঘটায়।
হামলায় গুরুত্বর আহতরা হলেন, নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা ডিবি পুলিশের পরিদর্শক নুরু মিয়া, উপ পরিদর্শক সোহেল মোল্লা, সহকারি উপ পরিদর্শক আব্দুল হাই, কনস্টবল ওয়াসিম আকরাম, কনস্টবল সাকিল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-খ) শেখ বিল্লাল হোসেন ও বন্দর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মহসিন।

ঘটনাস্থল থেকে ৬ জন গ্রেপ্তারের ১০ দিন পর শনিবার ভোর রাতে জাঙ্গাল এলাকা থেকে আরো ৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত হলো, কবির হোসেন (৩০), মমিনুল(৩৫), হানিফ(৩৮), আমির(৩৫), তুহিন(২১) জুয়েল(২৮), মমিনুল (৩০) , জুয়েল মিয়া (২৮), তুহিন (২১),আমির হোসেন (৩৫) , মো: হানিফ (৩৫) , কবির হোসেন (৩০) মো: দ্বীন ইসলাম (৫২) ,জাকির হোসেন (৪২) ও মো: সোহেল মিয়া (৩৪) । তারা সবাই বন্দর জাঙ্গাল এলাকার বাসিন্দা ।

স্বতন্ত্র নবনির্বাচিত ধামগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন জানান, ভোট কেন্দ্রে পুলিশ সীল মারার গুজবে উত্তেজিত কর্মী-সমর্থকরা আনাঙ্খিত ঘটনা ঘটিয়েছে। লাঠি সোটা মহড়ায় বিষয়টি যার যার ব্যক্তিগত। আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি করো চকিদারি করার জন্য নয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি উপ-পরিদর্শক হাসান জানান, গলায় ছুরি চালিয়ে হত্যা চেষ্ঠা মামলায় এ পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে । বাকিদের গ্রেফতার জন্য অভিযান অব্যহত রয়েছে ।

তিনি আরো জানান, এর আগে আরো ৬ জনকে গ্রেপ্তাার করা হয়েছে । তাদের ২ দিনের রিমান্ডে মঞ্জুর করেছে আদালত। প্রসঙ্গত, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ৫ টি ইউপিতে নির্বাচনের শেষ দিনে ভোট গ্রহনের আগের দিন রাতে ধামগড় ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে ৪ নং ওয়ার্ড ৪টি ভোট কেন্দ্রে দায়িত্ব নিয়োজিত জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের পরিদর্শক নুরু মিয়া, উপ পরিদর্শক সোহেল মোল্লা, সহকারি উপ পরিদর্শক আব্দুল হাই, কনস্টবল ওয়াসিম আকরাম ও কনস্টবল সাকিল আহম্মেদ। তারা প্রত্যেক কেন্দ্রে ঘুরে ঘুরে টহল ডিউটি করছিলেন ।

১০ নভেম্বর রাত সাড়ে ১১ টার দিকে স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেনের নিজ বাড়ির কেন্দ্র জাঙ্গাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে পুলিশ নৌকায় সীল মারার গুজব ছড়িয়ে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে ডিবি পুলিশের টহল ডিউটির অবস্থান নিশ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন ও তার বড় ভাই আজিজুল হকের নেতৃত্বে দেড় থেকে দুইশত জনের একটি দল রামদা, চাইনিজ কুড়াল, লোহার তৈরী লাঠিসোটা নিয়ে দুই কিলোমিটার এলাকা দৌড়ে এসে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকায় পুলিশের বহনের নোয়া মাইক্রোবাসের ওপর হামলা চালিয়ে গাড়ি থেকে টেনে ছেঁচড়ে বের করে জবাই করে হত্যার উদ্দেশ্যে আহত পুলিশের গলায় ছুরি চালায় এবং মাথা থেঁতলে ৫ জনকে গুরুত্বর আহত করে তাদের অস্ত্র লুটে নেয়। এ খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-খ) শেখ বিল্লাল হোসেন ও বন্দর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মহসিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।