ঢাকাশুক্রবার , ২৪ ডিসেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

আরেকটি বিজয় সমাবেশ করতে চাই: নাসিম

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
ডিসেম্বর ২৪, ২০২১ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেছেন, আওয়ামী লীগ সময় মতো এক হয়ে যায়। বিশ বছরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ একসাথে কোন সভা করে নাই, কিন্তু আজ আপনাদের দোয়ায় ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সব নেতাকর্মী এক মঞ্চে উপস্থিত হয়েছেন।

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে নগরীর শেখ রাসেল পার্কে আয়োজিত বিজয় সমাবেশে প্রধান বিশেষ হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাসিম আরও বলেন, আজ বিজয় দিবসের ৫০ বছরের পুর্তি উপলক্ষে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৬ই জানুয়ারী আপনারা আরেকটি বিজয় সমাবেশ পালন করবেন। আগামী ১৬ জানুয়ারী নৌকায় ভোট দেয়ার মাধ্যমে আরেকটি বিজয় সমাবেশ করতে চাই। নির্বাচনের আচারণ বিধি মেনেই আমরা আজকের এই বিজয় সমাবেশ পালন করেছি।

এ সময় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র প্রার্থী আইভীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী আইভীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এড. খোকন সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাশ, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো. বাদল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।