তৈমুরকে সাম্যবাদী দলের সমর্থন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি নেতা এড. তৈমূর আলম খন্দকারকে সমর্থন জানিয়েছেন বাংলাদেশ সাম্যবাদী দল না.গঞ্জ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দরা।

শনিবার (২৫ ডিসেম্বর) সকালে নির্বাচনি গণসংযোগে বের হলে এড. তৈমূরকে তারা এ সমর্থন জানান।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সহ-সভাপতি আতাউর রহমান মুকুল, নুর উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এটিএম কামাল, সাংগঠনিক সম্পাদক এড. মো. আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ সাম্যবাদী দলের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাহবুব মিয়া, সাধারণ সম্পাদক নুরুউদ্দিন ঢালি, সাংগঠনিক সম্পাদক সুমন হাওলাদা, ছাত্র সংসদের কেন্দ্রীয় সভাপতি মিরাজ হোসেনসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

এর আগে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এড. তৈমূর আলম খন্দকারকে সমর্থন জানিয়েছেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক এস এম আকরাম, বাংলাদেশ লেবার পার্টি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, হেফাজতে ইসলামের একাংশ, জেলা ও মহানগর মহিলা দল, ছাত্রদলসহ সর্বস্তরের জনগন।

তবে তা থেমে নেই এখনো। নারায়ণগঞ্জ জেরার বিভিন্ন সংগঠন হাত বাড়িয়ে দিচ্ছে মেয়র প্রার্থী এড. তৈমুরের দিকে। অনেকে মনে করছেন আগামী ২৭ ডিসেম্বর প্রতিক বরাদ্দের পর আরও অনেকে যোগ দিবেন এড. তৈমুরের পক্ষ হয়ে।

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ