নাগিনা জোহা’র মৃত্যুবার্ষিকীতে খান মাসুদের দোয়া

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ভাষাসৈনিক মরহুম একেএম শামসুজ্জোহার সহধর্মিণী রত্নগর্ভা মাতা ভাষা সৈনিক নাগিনা জোহা’র ৬ষ্ঠ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ মার্চ) বাদ আসর বন্দর স্কুলঘাট সংলগ্ন বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের আহ্বায়ক মো. মাসুম আহমেদ তার নিজস্ব কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়ার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে যুবলীগ নেতা খান মাসুদ বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক  ভাষাসৈনিক মরহুম একেএম সাসছুজ্জোহার সহধর্মিণী এবং নারায়ণগঞ্জ-৫ আসনের প্রায়ত সাংসদ একেএম নাসিম ওসমান, বর্তমান সাংসদ একেএম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের রত্নগর্ভা মাতা হলেন ভাষা সৈনিক বেগম নাগিনা জোহা। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন যেনো আল্লাহ ওনাকে বেহেস্ত নসিব করেন। পরিশেষে, যুবলীগ নেতা খান মাসুদ তার বড় বোন রুমানা খানম (লিপি)’র ৩য় তম মৃত্যু বার্ষিকীতে তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন আল্লাহ যেনো তাকে বেহেস্তের সর্বোচ্চ মাকাম দান করেন। 

এ সময় উপস্থিত ছিলেন বন্দর আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের বন্দর থানা কমিটির আহ্বায়ক মো. মাসুম আহমেদ, যুবলীগ নেতা ডালিম হায়দার, আরিফুল ইমলাম হিরা, বাবু মোল¬া, মোহাম্মদ হোসেন, মাসুদ, উজ্জল, লাভলু, মোহাম্মদ রাজু, সায়মন খান, আরিফুল ইসলাম অপু, ছাত্রলীগ নেতা অনিক প্রমূখ।

পরিশেষে নাগিনাজোহার মৃত্যুবার্ষিকী ছাড়াও একই দিনে  খান মাসুদের বড়বোন রুমানা খানম (লিপি) মৃত্যু বরন করায় উভয়ের আত্নার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পাঠ করা হয়। দোয়া পরিচালনা করেন বন্দর খেয়াঘাটস্থ গাউসুল আযম জামে মসজিদের ইমাম আবু সুফিয়ান।

আরোও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ