না’গঞ্জে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক

মুজিবর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জসহ সারা দেশে আনুষ্ঠানিকভাবে প্রত্যেক থানায় চালু হল নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীনদের জন্য পুলিশের তৈরি পরিবেশ বান্ধব ঘর।রবিবার (১০ এপ্রিল) সমগ্র বাংলাদেশের সকল থানার এ কার্যক্রম এর উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, পিবি আই, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, সিআইডি ও র‌্যাব এর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ জেলার সাতটি থানায় সাতজন হত-দরিদ্র গৃহহীন পরিবারের জন্য সাতটি পরিবেশ বান্ধব ঘর নির্মাণ করা হয়, যা মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে হস্তান্তর করা হছে। এছাড়াও সাতটি থানায় সাতটি নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ