ফতুল্লায় ফেনসিডিল সহ নারী গ্রেপ্তার

ফতুল্লায় ৯১ বোতল ফেনসিডিল সহ টুম্পা (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় নাসির (৩৫) ও টুম্পার স্বামী রুবেল হোসেন (৩৩)। গোপন সংবাদে পুলিশ শুক্রবার দিবাগত রাতে ফতুল্লার নরসিংপুর এলাকায় টুম্পার নিজ বাড়ীতে অভিযান চালায়।

এ সময় পুলিশ ঘরের ভিতরে একটি লাল রংয়ের প্লাস্টিকের বালতিতে রাখা ৯১ বোতল ফেনসিডিল উদ্ধারসহ টুম্পাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত টুম্পা ফতুল্লা থানার মধ্য নরসিংপুরের মাঝির মিয়ার মেয়ে ও রুবেলের স্ত্রী। পালিয়ে যাওয়া রুবেল মধ্য নরসিংপুরের শারজাহানের ছেলে ও নাসির একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

অভিযানে নেতৃত্বদানকারী ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহাগ সাহা এর সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত টুম্পাসহ পালিয়ে যাওয়া নাসির ও রুবেলকে আসামি করে মামলা দায়ের করেছে।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ