জাপাকে শক্তিশালী করার তাগিদ এমপি খোকার

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন, আগামীতে নারায়ণগঞ্জে জাতীয় পার্টি যেন একটি শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত হতে পারে, সেজন্য তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে হবে। আপনারা নতুন এই নেতৃবৃন্দ জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে সহায়তা করবেন। বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার বাসভবনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের সময় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দর উদ্যেশে তিনি এসব কথা বলেন।

এমপি খোকা বলেন, নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা আজীবন গণমানুষের ভাগ্য উন্নয়ণে কাজ করে যাবেন। বিশ্বের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির ঢেউ আমাদের দেশেও লেগেছে। দেশের মানুষ রাজনীতি ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চায়। বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পেতে দেশের মানুষ বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টিকে চায়। মুক্তির জন্য দেশের মানুষ জাতীয় পার্টিকেই বিকল্প শক্তি মনে করে। তাই দেশের মানুষের প্রত্যাশা পূরণে আজীবন সংগ্রাম করে যাবে।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এর সাক্ষরিত নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটির অনুমতিপত্র আনুষ্ঠানিক ভাবে, জেলার সভাপতি সানাউল্লাহ সানু ও সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবালের হাতে তুলে দেয়। একই ভাবে, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এর সাক্ষরিত নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটির অনুমতিপত্র আনুষ্ঠানিক ভাবে, মহানগরের সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল ও সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন’র হাতে তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি তানভীন হায়দার খান, আব্দুর রউফ চেয়ারম্যান, মো. কামাল উদ্দিন, মশিউর রহমান খান, মীর আনোয়ার হোসেন, মো. কায়রুল বাসার ভূইয়া, এম.এ জামান, মো. বাচ্চু মিয়া, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান উদ্দিন চুন্নু, অরুন কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আবু রিপন ভাওয়াল, আনিসুর রহমান বাবু, ইকবাল হোসেন মোল্লা, হাজী হেলাল উদ্দিন, সহকারী সাধারণ সম্পাদক মাইনুদ্দিন মানু, আলম বাদশা, মো. আবুল হাশেম, আশরাফুল ভূইয়া মাকসুদ, নুরনবী ওসমানী, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি আজিজুর রহমান বাদল,

কাজী মহসিন, নুরুল ইসলাম, আবুল বাশার বাছেদ, আব্দুল কুদ্দুস আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, মো. ইকবাল হোসেন মান্নান, মো. মতিউর রহমান মুক্তি, মো. শহিদুল্লাহ মিয়া, মো. আনোয়ার হোসেন আনু, সহ সাধারণ সম্পাদক আলী রেজা রজ্জব, ওমর হোসেন, মহব্বত আলী তপু (বাবু), মো. শরীফ হোসেন সাহ, সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল আহম্মেদ ভূইঁয়া, মো. শাহ আলম, খন্দকার মো. মাহাবুব ইসলাম সোহেল, মো. আলী রেজা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম স্বপন, মো. সালাউদ্দিন বিটু, মো. আনোয়ার হোসেন ভূইঁয়া, জেলা শ্রমিক পার্টির সভাপতি মোয়াজ্জেম হোসেন, সেচ্ছাসেবক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান টুটুল প্রমুখ।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ