ঢাকাবুধবার , ১২ অক্টোবর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির জন্য ছাত্রলীগই যথেষ্ট: শামীম ওসমান

আবু বকর সিদ্দিক
অক্টোবর ১২, ২০২২ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ওরা বাংলাদেশে হায়েনার রূপ নিয়েছে। লাঠি রড নিয়ে এমন সব ভাষা ব্যবহার করা হচ্ছে যেগুলো রাজনীতির ভাষা হতে পারে না। ব্রিটেনের মতো দেশে বিদ্যুৎ খাতে দাম বেড়ে গেছে। সেখানে আমরা এখনও ভালো আছি। জাতির পিতার কন্যা দেশ বাঁচাতে কাজ করছেন। তিনি বলেছেন বিদ্যুৎ অপচয় করবেন না। আল্লাহ শেখ হাসিনার ওপর রহমতের চাঁদর বিছিয়ে রেখেছে। আইএমএফসহ সবাই বলেছে বাংলাদেশ চায়না ও ভারতের চেয়ে ভালো থাকবে। বুধবার (১২ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের রাইফেলস ক্লাবে শ্রমিক লীগের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল ও জাতীয় শ্রমিক লীগের আইন ও দর কষাকষি বিষয়ক সম্পাদক কাজিম উদ্দিন প্রধান।এ সময় শামীম ওসমান আরও বলেন, বিএনপির মহাসমাবেশে ১০-১৫ হাজার লোক। এ পাঁচ হাজার ১০ হাজার লোকের মিছিলকে বিএনপি বলে মহাসমাবেশ। আমাদের মুন্নাই (শ্রমিক লীগ নেতা ও নাসিক কাউন্সিলর) তো ১৫ হাজার লোকের মিছিল আনে। এটা হলো বড় হাঁকডাক। আমিতো ভেবেছিলাম কি জানি হয়ে যাবে আজ বাংলাদেশে। আজ চট্টগ্রামে বিএনপির মহাসমাবেশ ছিল। এতো হাঁকডাক বিভাগীয় মহাসমাবেশ। চট্টগ্রাম তো অনেক বড় বিভাগ। এ হলো তাদের অবস্থা। যারা বলেন জনগণকে দিয়ে সরকারের পরিবর্তন ঘটাবেন তারা আজ বুঝবেন সাধারণ মানুষ আপনাদের পক্ষে নেই। বিএনপিকে চ্যালেঞ্জ দিয়ে শামীম ওসমান বলেন, ঢাকায় সমাবেশ না করে নারায়ণগঞ্জে করেন। আর একই সময়ে আমাদের ছাত্রলীগ সমাবেশ করুক। দেখেন কোনটাতে বেশি লোক হয়। আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ তো অনেক পরে, আগে ছাত্রলীগের সমান লোক দেখান। অল্প লোকজন নিয়ে আমাদের নেত্রীর বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলবেন, এগুলো আর মেনে নেওয়া যায় না।তিনি বলেন, নির্বাচন আরও দেড় বছর পরে হবে। দেড় বছর পরে আমাদের মারেন-কাটেন সমস্যা নাই। এখন আসুন সবাই মিলে দেশটাকে বাঁচাই। ধরেন আজকে আমাদের সরকার নাই- চলে গেলো। কিন্তু যে দল ক্ষমতায় আসবে, তাদেরতো এই দেশটা চালাতে হবে, নাকি সমস্ত কিছু আকাশ থেকে চলে আসবে? আমি বলি না-আওয়ামী লীগের সকলেই ভালো মানুষ। আমাদের মধ্যেও ভালো খারাপ আছে। কিন্তু আমরা যারা দেশটাকে ভালোবাসি, সারা পৃথিবীতে যে সংঙ্কট। এখন আমাদের লাঠি নিয়ে বের হওয়ার কথা না। এখন আমাদের ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যতের বিষয় ভাবার কথা। কিন্তু আমরা তা করছি না। যে জাতি নিজেকে সাহায্য করে না-সে জাতিকে আল্লাহ সাহায্য করে না। তাই আমি অনুরোধ করবো- দেশের জন্য দোয়া করবেন।শামীম ওসমান বলেন, যখন সারা পৃথিবীতে অর্থনৈতিক সংকট তখনতো আমাদের মিছিল করার কথা না। সবাইকে এক সঙ্গে কাজ করা উচিত। আমরা এ কাজটা করছি না। নাসিম ওসমান সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমরা কেউই অনুষ্ঠানের কার্ড পাইনি। কিন্তু এটাকে অন্য রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যেহেতু তিন দিনের মাথায় এটা করা হয়েছে তাই অনেকেই কার্ড পায়নি।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল হোসেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরমান ও শ্রমিক লীগ নেতা ও কাউন্সিলর কামরুল হাসান মুন্নাসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।