ঢাকারবিবার , ২৩ অক্টোবর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

শামীম ওসমান একজন ফাইটার পলিটিশিয়ান: ওবায়দুল কাদের

আবু বকর সিদ্দিক
অক্টোবর ২৩, ২০২২ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকার পর কোন সভায় আমি স্ব-শরীরে এই প্রথম নারায়ণগঞ্জের সম্মেলনে উপস্থিত হয়েছি। এখানে এসে আমার ভালো লাগছে। শামীম ওসমান একজন ফাইটার পলিটিশিয়ান। তার সঙ্গে নারায়ণগঞ্জের পরপর তিনবার নির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী। তাদের একই মঞ্চে দেখছি। আমার আসা সার্থক হয়েছে। নারায়ণগঞ্জের শক্তি এরা। রোববার (২৩ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের পৌর ওসমানী স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েতিনি একথা বলেন। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। পরে প্রধান অতিথির বক্তব্য শেষে পূর্বের কমিটির সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদলকে একই পদে বহাল রাখা হয়। তিনি বলেন, খেলা হবে, কী খেলা হবে? ভোট চুরি ও ভোট জালিয়াতির বিরুদ্ধে খেলা হবে। দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে খেলা হবে। নারী নির্যাতনের বিরুদ্ধে খেলা হবে। গুন্ডা-হুন্ডা নিয়ে বেলা ১১টার আগেই ভোট শেষ, এদের বিরুদ্ধে খেলা হবে। মোকাবেলা হবে রাজপথে, আসল মোকাবেলা হবে ডিসেম্বরে। তত্ত্বাবধায়ক সরকার ভুলে যান। উচ্চ আদালত বাদ দিয়েছে, আমরা কি করবো। পৃথিবীর কোন দেশে তত্বাবধায়ক নেই। প্রথিবীর সকল দেশে যেভাবে নির্বাচন হয় আমাদের দেশেও সে ভাবেই হবে। নিরপেক্ষ নির্বাচন নির্বাচন কমিশনের অধীনেই হবে, সরকার কোন হস্তক্ষেপ করবে না। মির্জা ফখরুলকে উদ্দেশ্যে করে ওবায়দুল কাদের বলেন, ত্রিশ-পয়ত্রিশ হাজার লোক নিয়ে সমাবেশ করেন, লাখ লোক আপনাদের সঙ্গে নেই। আমাদের সঙ্গে আছে। আজকে এই নারায়ণগঞ্জে দেখেন, লক্ষ্য লোকের জমায়েত হয়েছে। এখানে যা দেখছেন বাহিরে এরচেয়ে বেশি আছে। নারায়ণগঞ্জের মানুষ সংগ্রামী মানুষ। এ লাখ লাখ লোক নিয়েই খেলা হবে। ডিসেম্বরে বিজয়ের মাস। বিজয়ের মাসেই জনতার জয়োধ্বনি শুনতে পারবেন। দেশের চলমান সংকট নিয়ে ওবায়দুল কাদের বলেন, এর আগে কী এ সংকট ছিল। এ সংকট বৈশ্বিক। এর আগে কি লোডশেডিং ছিল, এখন দেশে নয় বরং পুরো পৃথিবীতেই সংকটের কারণে বিদ্যুত বিভ্রাট হচ্ছে। লন্ডনের মত দেশে ৮০ শতাংশ পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। শেখ হাসিনার ঘুম নেই। শেখ রেহানা এখনও লন্ডনে বাসে চেপে যাতায়াত করে। তাদের ঘুম নেই আপনাদের জন্য, জনগণের জন্য। আপনাদের কষ্ট দেখে আমাদের কষ্ট হয়।নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, কমিটি তো একটা হবেই। নতুন নেতা আসতে দেন। বসন্তের কোকিল অনেক আছে, কিন্তু দুঃসময়ের লোক নেই। কিছু মানুষ টাকা ছাড়া কিছু বোঝে না। আর কত টাকা দরকার। দেশের মানুষ সব লক্ষ্য করে। কে কি করে তা শেখ হাসিনাও জানে। পদ বাণিজ্যের কথা যেন না শুনি। ডেকে ডেকে পকেটের লোক বসাবেন তা চলবে না। এবার তদন্ত করে খোঁজ খবর নেব। পয়সা খেয়ে কমিটি করা লোকদের আমাদের প্রয়োজন নেই। ভালো হয়ে যান, নিজেদের সংশোধন করুন। যারা এখন ভিড় করে দুঃসময়ে তাদের পাঁচ হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও খুজে পাওয়া যায় না। এমন নেতাদের কী আমাদের দরকার আছে? দরকার নেই। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদলের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যকরী পরিষদের সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার, আনোয়ার হোসেন প্রমূখ।এছারাও নারায়ণগঞ্জের আওয়ামীলীগের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ সিটি মেয়রসহ উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।