ঢাকাবুধবার , ১ মার্চ ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

৪ মাসেও হয়নি আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি

আবু বকর সিদ্দিক
মার্চ ১, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সম্মেলন হওয়ার চার মাসেও হয়নি নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি। যদিও সম্মেলনে ঘোষিত শীর্ষ দুই পদে আসীন সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি সম্পন্ন করতে এক মাস সময় দেয়া হয়েছে । কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কমিটির খসড়াও তৈরী করতে পারেননি তারা। বরং পূর্ণাঙ্গ কমিটির খসড়া তৈরী করতে কেন্দ্রের কছে তারা আরও সময় চেয়েছেন। এদিকে সম্মেলনে শীর্ষ দুই পদে পুরনোরাই অধিষ্ঠ থাকায় এমতিই জেলার বহু নেতাকর্মী হতাশ হয়েছেন, তার উপর পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় চাপা ক্ষোভ বিরাজ করছে তাদের মধ্যে। দলীয় একাধিক সূত্রমতে, পদ ভাগাভাগিতে সমন্বয় না হওয়ায় জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি আলোর মুখ দেখছে না। শুধু তাই নয়, পদ ভাগাভাগির কারণে বিগত কমিটিতেও ৬টি পদ শূন্য ছিল। সূত্রটি অভিযোগ করেন, শীর্ষ নেতাদের মধ্যে পদ ভাগাভাগির কারণে দলের পরিক্ষিত ও ত্যাগী নেতাকর্মীরা অবমূল্যায়ন হচ্ছেন। ফলে বিগত কমিটি যেমন সাংগঠনিক ব্যর্থতার পরিচয় দিয়েছে, তেমনি বর্তমান কমিটিও এ ব্যতিক্রম হবে না বলে তৃণমূলের নেতাকর্মীদের অভিমত। তবে দীর্ঘ ১৯ বছর পর গত বছরের ২৩ অক্টোবর জেলা আওয়ামীলীগের সম্মেলন হয়। ওই সম্মেলন ঘিরে পুরো জেলার মাঠ পর্যায়ের নেতাকর্মীরা উচ্ছ্বসিত হয়ে উঠে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ একডজন কেন্দ্রীয় নেতার আগমন ঘটে সম্মেলনে। নানা আলোচনা হতে থাকে নতুন নেতৃত্ব আসছে জেলা আওয়ামী লীগে। কিন্তু দিন শেষে শীর্ষ দুই পদে পুরনোদের রেখেই সম্মেলন শেষ করা হয়। ফলে ফুটো বেলুনের মতো নিমিষেই চুপসে যায় তৃণমূলের নেতাকর্মীরা। তাদের মতে, যে কমিটি দীর্ঘ ৫ বছরেও একটি সমাবেশ ও কমিটির ৬ শূন্য পদ পুরণ এবং মেয়াদোত্তীর্ণ সকল উপজেলা, থানা ও ইউনিয়নের কমিটি করতে পারেনি নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের কারণে। সেই নেতৃত্ব আগামী দিনে সরকার বিরোধী আন্দোলনে কি ভুমিকা রাখবে তা দেখার বিষয়। এদিকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান করে নিতে এরই মধ্যে শুরু হয়েছে নেতাকর্মীদের দৌড়-ঝাঁপ। স্থানীয় বলয় ঠিক রেখে তাদের লভিং চলছে কেন্দ্র পর্যন্ত। এ দৌড়ে সাবেক ছাত্রনেতা থেকে শুরু করে আছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তবে দৌড়-ঝাঁপ যারাই করুক বিতর্কিতদের যেন কমিটিতে ঠাই দেয়া না হয় এ দাবি তৃণমূল নেতাকর্মীদের। তাদের দাবী, দৌড়-ঝাঁপ যেই করুক, সৎ, ত্যাগী ও নতুন-পুরাতনের সমন্বয়ে হবে জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানান, মূলত নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী এবং বর্তমান কমিটির সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ বাদল চাচ্ছেন তাদের পছন্দের লোকজনকে কমিটিতে স্থান দিতে। এই নেতাদের মধ্যেই পদগুলো ভাগাভাগি হবে। তাদের মধ্যে সমন্বয় হলেই হয়তো জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি আলোর মুখ দেখবে।ওদিকে গত বছরের ২৩ অক্টোবরের সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি আগামী তিন বছরের জন্য নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইকে সভাপতি ও এড. আবু হাসনাত মো. শহিদ বাদলকে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন। একই সঙ্গে আগামী একমাসের মধ্যে তাঁদের পূর্ণাঙ্গ জেলা কমিটির খসড়া তালিকা কেন্দ্রীয় নেতাদের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সাড়ে ৩ মাসেও পূর্ণাঙ্গ কমিটির খসড়া কেন্দ্রে জমা হয়নি। এ বিষয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল জানান, পূর্ণাঙ্গ কমিটি সম্পন্ন করতে আমরা কেন্দ্রের কাছে সময় চেয়েছি। আশাকরি খুব শীঘ্রই আমরা জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটির খসড়া সম্পন্ন করে কেন্দ্রে অনুমোদনের জন্য জমা দিতে পারবো। প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলার সর্বশেষ কাউন্সিল হয় ১৯৯৭ সালের ২০ ডিসেম্বর। অধ্যাপিকা নাজমা রহমান সভাপতি ও এমপি শামীম ওসমান সাধারণ সম্পাদক হয়েছিলেন। এর পর ২০০২ সালের ২৭ মার্চ নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সাবেক সংসদ সদস্য এস এম আকরামকে আহ্বায়ক করে কেন্দ্র থেকে ৬১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি করে দেওয়া হয়। পরে আহ্বায়ক এস এম আকরাম পদত্যাগ করে যুক্ত হয়ে পড়েছেন নাগরিক ঐক্যের সঙ্গে। পরে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয় যুগ্ম-আহ্বায়ক মফিজুল ইসলামকে। ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি মফিজুল ইসলাম মারা যান। এরপর ২০১৬ সালের ৯ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা পরিষদের তাৎকালীন প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইকে সভাপতি এবং সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সিনিয়র সহ-সভাপতি ও এড. আবু হাসনাত মো. শহীদ বাদলকে সাধারণ সম্পাদক করে তিন সদস্য বিশিষ্ট জেলা আওয়ামীলীগের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্র। এর ১৩ মাস পর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ৭৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্র। কিন্তু ৬ পদ শূন্য রেখেই এই কমিটি তাদের মেয়াদ শেষ করে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।